prokash singha - utthankothon كلمات الأغنية
Loading...
জানি আজও ভুলতে পারিনি
আমি তোমায়
মাঝরাতে আজও কাতরাই
হৃদয় ভাঙার ব্যাথায়
তবু দিচ্ছি কথা
ভুলে যাবো
একদিন আমি তোমায়
ভেঙে যাবো না
আমি তো আর
সময় হয়েছে
আকাশ ছোঁয়ার
দেখে উত্থান এবার আমার
সাধ্য হবে না ছুঁয়েও দেখার
হ্যাঁ ভালোবেসেছিলাম তাই
বারংবার ভেঙে গেছি
আঘাত পেয়েও তোমার কাছে
ভালোবাসাই চেয়ে গেছি
তবু মুছে দেবো
হৃদয় থেকে
একদিন আমি তোমায়
ভেঙে যাবো না
আমি তো আর
সময় হয়েছে
আকাশ ছোঁয়ার
দেখে উত্থান এবার আমার
সাধ্য হবে না ছুঁয়েও দেখার
সময় তো একদিন আসে সবার
ভেঙে দেবো ভুল ধারণা তোমার
সময় হয়েছে ঘুরে দাঁড়াবার
কথা দিচ্ছি প্রমাণ করবো এবার
كلمات أغنية عشوائية
- andre nickatina & equipto - these clowns كلمات الأغنية
- dangerdoom - brak's rap كلمات الأغنية
- lianne la havas - midnight كلمات الأغنية
- mach-hommy & tha god fahim - survival patch كلمات الأغنية
- locreance - drain كلمات الأغنية
- natural incense - live for the day كلمات الأغنية
- burnin´red ivanhoe - tingel-tangelmanden كلمات الأغنية
- 1erdan - iceberg كلمات الأغنية
- soja - tear it down كلمات الأغنية
- rashad boatner (shad) - my name كلمات الأغنية