
prokash singha - utthankothon كلمات أغنية
Loading...
জানি আজও ভুলতে পারিনি
আমি তোমায়
মাঝরাতে আজও কাতরাই
হৃদয় ভাঙার ব্যাথায়
তবু দিচ্ছি কথা
ভুলে যাবো
একদিন আমি তোমায়
ভেঙে যাবো না
আমি তো আর
সময় হয়েছে
আকাশ ছোঁয়ার
দেখে উত্থান এবার আমার
সাধ্য হবে না ছুঁয়েও দেখার
হ্যাঁ ভালোবেসেছিলাম তাই
বারংবার ভেঙে গেছি
আঘাত পেয়েও তোমার কাছে
ভালোবাসাই চেয়ে গেছি
তবু মুছে দেবো
হৃদয় থেকে
একদিন আমি তোমায়
ভেঙে যাবো না
আমি তো আর
সময় হয়েছে
আকাশ ছোঁয়ার
দেখে উত্থান এবার আমার
সাধ্য হবে না ছুঁয়েও দেখার
সময় তো একদিন আসে সবার
ভেঙে দেবো ভুল ধারণা তোমার
সময় হয়েছে ঘুরে দাঁড়াবার
কথা দিচ্ছি প্রমাণ করবো এবার
كلمات أغنية عشوائية
- pauvre biche - bénéfice du loot كلمات أغنية
- natasa theodoridou - αποτύπωμα (apotipoma) كلمات أغنية
- ripbeat - кенку (kenku) كلمات أغنية
- tafa mi-soleil - dife كلمات أغنية
- chazer wazer - the story of a slut كلمات أغنية
- donnalyn bartolome - o.m.o. (on my own) كلمات أغنية
- mackiel ezekiel - my love كلمات أغنية
- mr bittu official - mera bhai كلمات أغنية
- charles gambino - oro كلمات أغنية
- emily burns - i'm so happy كلمات أغنية