
priyanka gop & mamun jahid - tumi full ami ful shaka كلمات أغنية
Loading...
তুমি আমার সকাল বেলার সুর
তুমি আমার সকাল বেলার সুর
হিদয় অলস উদাস করা অস্রুভরা পুর
সকাল বেলার সুর…
তুমি আমার সকাল বেলার সুর
ভোরের তারার মত তোমার সজল চাওয়া
ভলবাসার চেয়ে সে যে কান্না পাওয়ায়
রাত্রি শেষের চাঁদ তুমি গো বিদায় বিধুর
তুমি আমার সকাল বেলার সুর
তুমি আমার সকাল বেলার সুর
তুমি আমার ভোরের ঝরা ফুল
শিশির নাওয়া শুভ্রসুচী
পূজারীনীর তুল
তুমি আমার ভোরের ঝরা ফুল
অরুন তুমি তরুন তুমি
করুন তার ও চেয়ে
হাসির দেশে তুমি যেন বিষাদ
লোকের মেয়ে
তুমি ইন্দ্র সভার মৌন বীণা
নিরব ও নুপুর
তুমি আমার সকাল বেলার সুর
হিদয় অলস উদাস করা অস্রুভরা পুর
সকাল বেলার সুর…
তুমি আমার সকাল বেলার সুর।
كلمات أغنية عشوائية
- ungfila - all because of you كلمات أغنية
- lisa miskovsky - still alive (instrumental) - instrumental كلمات أغنية
- john mayer - your body is a wonderland - live at c.w. mitchell pavillion كلمات أغنية
- omar noir - pogba كلمات أغنية
- crow women - in the fire كلمات أغنية
- lyon - asa & ruang كلمات أغنية
- will brennan - bass كلمات أغنية
- u.n.l.v. - 211-187 كلمات أغنية
- wiz khalifa - timebomb(freestyle) كلمات أغنية
- eminem - it's been real (outro) كلمات أغنية