
pritom hasan - shesh upohar lyrics
[chorus]
নেই তো আর আমার কাছে জমা
তোমার দেয়া কিছুই ভাঙা হৃদয় বাদে
সে তোমার দেয়া শেষ উপহার
যা নিয়ে প্রতিরাত নীরব দু’চোখ কাঁদে
[pre_chorus]
তোমার মতোন পুরনো ব্যথায় অন্যের হৃদয় ভাঙি
এতটা কি হৃদয়হীনা আমি?
অভিমানে অন্ধ সাগর দিতে গেলে পাড়ি
নিজের কিছু কি থাকে আর বাকি?
[chorus]
তাই নেই তো আর আমার কাছে জমা
তোমার দেয়া কিছুই ভাঙা হৃদয় বাদে
সে তোমার দেয়া শেষ উপহার
যা নিয়ে প্রতিরাত নীরব দু’চোখ কাঁদে
[instrumental break]
[pre_chorus]
কে রাখে ঘৃণার হিসেব_নিকেশ
ভালোবাসার নামে সবই ছিল নিষেধ
কে দেখে প্রতি হাতের দাগে
অপমানের রেখায় তোমার_আমার বিবেক
ভুল ধরে চলে গেলে, ফিরেও দেখোনি
এতটা কি এলোমেলো আমি?
অভিমানে অন্ধ সাগর দিতে গেলে পাড়ি
নিজের কিছু কি থাকে আর বাকি?
[chorus]
তাই নেই তো আর আমার কাছে জমা
তোমার দেয়া কিছুই ভাঙা হৃদয় বাদে
সে তোমার দেয়া শেষ উপহার
যা নিয়ে প্রতিরাত নীরব দু’চোখ কাঁদে
كلمات أغنية عشوائية
- donell jones - freakin' you lyrics
- big tymers - #1 lyrics
- wu - tang clan - spend money lyrics
- luther vandross - love won't let me wait lyrics
- the jacka - cuz i'm the mack lyrics
- natural - paradise lyrics
- nb ridaz - panties droppin' lyrics
- wu - tang clan - when you come home lyrics
- play - us against the world lyrics
- destiny s child - no, no, no part 2 (extended version) lyrics