
pritom hasan - shesh upohar كلمات أغنية
[chorus]
নেই তো আর আমার কাছে জমা
তোমার দেয়া কিছুই ভাঙা হৃদয় বাদে
সে তোমার দেয়া শেষ উপহার
যা নিয়ে প্রতিরাত নীরব দু’চোখ কাঁদে
[pre_chorus]
তোমার মতোন পুরনো ব্যথায় অন্যের হৃদয় ভাঙি
এতটা কি হৃদয়হীনা আমি?
অভিমানে অন্ধ সাগর দিতে গেলে পাড়ি
নিজের কিছু কি থাকে আর বাকি?
[chorus]
তাই নেই তো আর আমার কাছে জমা
তোমার দেয়া কিছুই ভাঙা হৃদয় বাদে
সে তোমার দেয়া শেষ উপহার
যা নিয়ে প্রতিরাত নীরব দু’চোখ কাঁদে
[instrumental break]
[pre_chorus]
কে রাখে ঘৃণার হিসেব_নিকেশ
ভালোবাসার নামে সবই ছিল নিষেধ
কে দেখে প্রতি হাতের দাগে
অপমানের রেখায় তোমার_আমার বিবেক
ভুল ধরে চলে গেলে, ফিরেও দেখোনি
এতটা কি এলোমেলো আমি?
অভিমানে অন্ধ সাগর দিতে গেলে পাড়ি
নিজের কিছু কি থাকে আর বাকি?
[chorus]
তাই নেই তো আর আমার কাছে জমা
তোমার দেয়া কিছুই ভাঙা হৃদয় বাদে
সে তোমার দেয়া শেষ উপহার
যা নিয়ে প্রতিরাত নীরব দু’চোখ কাঁদে
كلمات أغنية عشوائية
- focus - back when كلمات أغنية
- strike anywhere - omega footprint كلمات أغنية
- swellers - run كلمات أغنية
- francisco - out here grindin (remix) كلمات أغنية
- foesum - intro كلمات أغنية
- john forte - madina passage كلمات أغنية
- danny fernandes - more than friends كلمات أغنية
- foxy brown - sorry كلمات أغنية
- steve moakler - truth كلمات أغنية
- ted leo the pharmacists - even heroes have to die كلمات أغنية