
pritom hasan - paliye jabo كلمات أغنية
[verse 1]
জানিনা
কার কথা শুনে
তুমি চলে গেলে
বিদায় দেয়ার সময় টুকু
ছিন্ন করে
আমিও
একই অভিমানে
হয়ে গেছি চুপ
তোমার মুখের হাসি
ভালোবেসে
[pre_chorus 1]
নেই আর সুযোগ তোমার
আমাকে নতুন করে পাবার
তুমি তো বলেছিলে সময়ের আগে
যে হারিয়ে যায় সে দামি
[chorus]
পালিয়ে যাবো আলোর গতিতে
খুঁজে পাবেনা কেও আমাকে
আমি ফিরবোনা আর
তোমার এই শহরে
এই হৃদয়হীনার ভীড়ে
কত স্মৃতি তোমায় নিয়ে
তাই ফিরবোনা আর
তোমার এই শহরে
[verse 2]
কি নিয়ে
বলো কি নিয়ে
তুমি ডুবে ছিলে
দ্বিপ্রহরের কোলাহলের
মাঝেও একাই
আমি তাই
তোমার কথা ভেবে
মেনেছি আমারই ভুল
শত শোকের বিষন্নতায়
ভেসে বেড়াই
[pre_chorus 2]
নেই আর সুযোগ কারো
ভাঙবে আমাকে আবারও
তুমি তো বলেছিলে সময়ের আগে
যে হারিয়ে যায় সে দামি
[chorus]
পালিয়ে যাবো আলোর গতিতে
খুঁজে পাবেনা কেও আমাকে
আমি ফিরবোনা আর
তোমার এই শহরে
এই হৃদয়হীনার ভীড়ে
কত স্মৃতি তোমায় নিয়ে
তাই ফিরবোনা আর
তোমার এই শহরে
[outro]
পালিয়ে যাবো আলোর গতিতে
পালিয়ে যাবো আলোর গতিতে
না খুঁজে আর পাবেনা কেও আমাকে
আমাকে
كلمات أغنية عشوائية
- eli sostre - come thru كلمات أغنية
- foreign beggars - gimme dat كلمات أغنية
- loaded lux - 50 bar freestyle (vlad tv's killaz battle league) كلمات أغنية
- im hyunsik - dear love كلمات أغنية
- nxrqz - ultraviolet كلمات أغنية
- prezidential candidates - neva eva كلمات أغنية
- fatlip - dreams كلمات أغنية
- benjy davis project - still sweet كلمات أغنية
- sona jobarteh - gambia كلمات أغنية
- nwo - fall back كلمات أغنية