pritom hasan - joy porajoy كلمات أغنية
Loading...
 
 
		[verse 1]
চুপ করে কি তুমি অবাক?
একা জেগে জেগে সারারাত
রেখেছো জমা অভিযোগ নিজের কাছে
ও দু’চোখ বলে দেয় সব আমায়
ভালো নেই, ভালো নেই মন তোমার
আমিহীন কে আপন বলো তোমার আছে
[pre_chorus]
নীরবে আগুন জ্বলে যায় হৃদয়ের মাঝে
আলোহীন এ রাত কেটে যায় তোমারই খেয়ালে
তোমারই খেয়ালে
[chorus]
জয়_পরাজয় তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
এ মন দিলাম তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
[instrumental break]
[verse 2]
হয় রাত যত গভীর আরো গভীরে ডুবি
পুরনো ভুলের স্মৃতিতে
আমাকে করে দিলে পর
পলকে হবে আপন ছলনার এ পৃথিবীতে
[pre_chorus]
নীরবে আগুন জ্বলে যায় হৃদয়ের মাঝে
আলোহীন এ রাত কেটে যায় তোমারই খেয়ালে
তোমারই খেয়ালে
[chorus]
জয়_পরাজয় তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
এ মন দিলাম তোমারই নামে
ভেঙে অভিমান ফিরে আসো না কাছে
كلمات أغنية عشوائية
- lilbag - on my wrist كلمات أغنية
 - ивангай (eeoneguy) - sugar كلمات أغنية
 - tm & remy - feel the vibe كلمات أغنية
 - don tetto - ha vuelto a suceder (versión unplugged) كلمات أغنية
 - 1470 xvii - next up كلمات أغنية
 - snappa513_thewriter - i thought i told you not to call كلمات أغنية
 - joe da gamer - mr. green creeper (parody of mr. blue sky by elo) كلمات أغنية
 - the ultimate destroyer - past so fast كلمات أغنية
 - various artists - forget all the bad me today كلمات أغنية
 - shaiyaa - nkakrankakra (gradually) كلمات أغنية