kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

pritom hasan - didha (from “borbaad”) كلمات أغنية

Loading...

[verse 1]
জানি না কী করে তুমি এসে হৃদয়ে
খুলে দিলে সব জানালা তোমারই উষ্ণ হাতে
তোমার পথে আমি দাঁড়িয়ে থাকি
একটু সময় করে কি নিয়ে যাবে আমাকে?

[pre_chorus]
কাটে রাত, যায় দিন
অপেক্ষায় দরজা খোলা মনের
কোন সাগরে মন ডুবে যায়
তীরের দেখা পাবে কি হৃদয়?

[chorus]
কখনো রোদ তুমি, কখনো জোছনা
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?
কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?

[verse 2]
দ্বিধা ভুলে আসবে তুমি কবে?
ধরবে এ দু’টি হাত, সব অতীত মুছে যাবে
আশা নিয়ে বেঁচে রবো দিনশেষে
সব সুখেরই ঠিকানা হবে আমাদের ঘরে

[pre_chorus]
কাটে রাত, যায় দিন
অপেক্ষায় দরজা খোলা মনের
কোন সাগরে মন ডুবে যায়
তীরের দেখা পাবে কি হৃদয়?
[chorus]
কখনো রোদ তুমি, কখনো জোছনা
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?
কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...