
pritom hasan - didha (from “borbaad”) lyrics
[verse 1]
জানি না কী করে তুমি এসে হৃদয়ে
খুলে দিলে সব জানালা তোমারই উষ্ণ হাতে
তোমার পথে আমি দাঁড়িয়ে থাকি
একটু সময় করে কি নিয়ে যাবে আমাকে?
[pre_chorus]
কাটে রাত, যায় দিন
অপেক্ষায় দরজা খোলা মনের
কোন সাগরে মন ডুবে যায়
তীরের দেখা পাবে কি হৃদয়?
[chorus]
কখনো রোদ তুমি, কখনো জোছনা
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?
কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?
[verse 2]
দ্বিধা ভুলে আসবে তুমি কবে?
ধরবে এ দু’টি হাত, সব অতীত মুছে যাবে
আশা নিয়ে বেঁচে রবো দিনশেষে
সব সুখেরই ঠিকানা হবে আমাদের ঘরে
[pre_chorus]
কাটে রাত, যায় দিন
অপেক্ষায় দরজা খোলা মনের
কোন সাগরে মন ডুবে যায়
তীরের দেখা পাবে কি হৃদয়?
[chorus]
কখনো রোদ তুমি, কখনো জোছনা
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?
কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?
Random Lyrics
- army of emus - mr. nutkin lyrics
- army of emus - oh no man lyrics
- hollywood lies - this must be love lyrics
- hollywood lies - you know damn well lyrics
- armsbendback - watermark lyrics
- armsbendback - trading in the silence lyrics
- army of emus - acid skipper lyrics
- army of emus - goldfish song lyrics
- andrea bocelli - con te partiro lyrics
- mercyme - won't back down lyrics