
pritom hasan - didha (from “borbaad”) كلمات أغنية
[verse 1]
জানি না কী করে তুমি এসে হৃদয়ে
খুলে দিলে সব জানালা তোমারই উষ্ণ হাতে
তোমার পথে আমি দাঁড়িয়ে থাকি
একটু সময় করে কি নিয়ে যাবে আমাকে?
[pre_chorus]
কাটে রাত, যায় দিন
অপেক্ষায় দরজা খোলা মনের
কোন সাগরে মন ডুবে যায়
তীরের দেখা পাবে কি হৃদয়?
[chorus]
কখনো রোদ তুমি, কখনো জোছনা
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?
কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?
[verse 2]
দ্বিধা ভুলে আসবে তুমি কবে?
ধরবে এ দু’টি হাত, সব অতীত মুছে যাবে
আশা নিয়ে বেঁচে রবো দিনশেষে
সব সুখেরই ঠিকানা হবে আমাদের ঘরে
[pre_chorus]
কাটে রাত, যায় দিন
অপেক্ষায় দরজা খোলা মনের
কোন সাগরে মন ডুবে যায়
তীরের দেখা পাবে কি হৃদয়?
[chorus]
কখনো রোদ তুমি, কখনো জোছনা
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?
কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?
كلمات أغنية عشوائية
- the wombats - right click save كلمات أغنية
- mendez - trancado كلمات أغنية
- djonga - irmãos de arma, irmãos de luta (fbc interlúdio) كلمات أغنية
- maleik dion - numbness كلمات أغنية
- mäkki - ei enää ikinä duunii كلمات أغنية
- swiss lips - grow كلمات أغنية
- snxp - resurrected كلمات أغنية
- quiz der tiere - wichsen am strand كلمات أغنية
- kill j - propaganda كلمات أغنية
- brentalfloss - wii shop channel with كلمات أغنية