
pritom hasan - bhenge poro na evabe كلمات أغنية
Loading...
যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে
আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে
তোমার ঘরের পুতুলগুলো তখন
চুপ_অভিমানে ঘরে ফিরে যায় ভাঙ্গা মনে
তাইতো রাত আমায় বলে
তুমি ভেঙ্গে পড়োনা এইভাবে
কেউ থাকে না চিরদিন সাথে
যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙ্গে যাবে
ভেঙ্গে পড়োনা এই রাতে
ও চাঁদ, বলো না সে লুকিয়ে আছে কোথায়?
সে কি খুব কাছের তারাটা তোমার?
সে কি করেছে অভিমান আবার?
হঠাৎ সে চলে গেছে, শূন্যতা যেন এ ঘরে
তাইতো রাত আমায় বলে
তুমি ভেঙ্গে পড়োনা এইভাবে
কেউ থাকে না চিরদিন সাথে
যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙ্গে যাবে
ভেঙ্গে পড়োনা রাতে
তুমি ভেঙ্গে পড়োনা এইভাবে
কেউ থাকে না চিরদিন সাথে
যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙ্গে যাবে
ভেঙ্গে পড়োনা এই রাতে
كلمات أغنية عشوائية
- jeppe rapp - ny penge/ny vaner كلمات أغنية
- fababy - ange & démon كلمات أغنية
- dj keshkoon - où sont les bonhommes ? كلمات أغنية
- the lone ghosts - burdened by the bright side كلمات أغنية
- animal collective - goalkeeper كلمات أغنية
- warren zevon - accidentally like a martyr - 2007 remastered version كلمات أغنية
- a3 -outo - my shawdy كلمات أغنية
- joedy d - it's so hard كلمات أغنية
- elphomega - dream warriors كلمات أغنية
- foxes - light me up كلمات أغنية