pritom hasan - bhenge poro na evabe كلمات الأغنية
Loading...
যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে
আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে
তোমার ঘরের পুতুলগুলো তখন
চুপ_অভিমানে ঘরে ফিরে যায় ভাঙ্গা মনে
তাইতো রাত আমায় বলে
তুমি ভেঙ্গে পড়োনা এইভাবে
কেউ থাকে না চিরদিন সাথে
যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙ্গে যাবে
ভেঙ্গে পড়োনা এই রাতে
ও চাঁদ, বলো না সে লুকিয়ে আছে কোথায়?
সে কি খুব কাছের তারাটা তোমার?
সে কি করেছে অভিমান আবার?
হঠাৎ সে চলে গেছে, শূন্যতা যেন এ ঘরে
তাইতো রাত আমায় বলে
তুমি ভেঙ্গে পড়োনা এইভাবে
কেউ থাকে না চিরদিন সাথে
যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙ্গে যাবে
ভেঙ্গে পড়োনা রাতে
তুমি ভেঙ্গে পড়োনা এইভাবে
কেউ থাকে না চিরদিন সাথে
যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙ্গে যাবে
ভেঙ্গে পড়োনা এই রাতে
كلمات أغنية عشوائية
- reckless ones - go on and tell her كلمات الأغنية
- carlos dante - manu macron كلمات الأغنية
- king ulysses - aang كلمات الأغنية
- jaefkae - go rogue كلمات الأغنية
- nefaste - partir loin كلمات الأغنية
- samantha machado - a princesa que a disney não inventou كلمات الأغنية
- nati - anger management كلمات الأغنية
- onyxx - residual كلمات الأغنية
- shaman tchéko - #rrwwr كلمات الأغنية
- mozgi - what?! كلمات الأغنية