kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

pritom hasan - bagan bilash كلمات الأغنية

Loading...

[verse 1: pritom hasan]
মন খারাপের দিনগুলো তোমার
দাগ ফেলে আমার photograph_এ
তোমার বাসার লোহার gate_এ
লাল হওয়া বাগানবিলাস স্মরণে
নিজেকে লাগে না আর ভালো
রোজ লিখি চিঠি তোমার গানে
উত্তরের আশায় বসে
দিন থেকে রাত আসে পলকে

[chorus: pritom hasan, elita karim]
তোমার ঘরে (তোমার ঘরে)
কেউ থাকে কি? (কেউ থাকে কি?)
যাকে আজও (যাকে আজও)
দেখা বাকি (দেখা বাকি)
আমি চাঁদেরই আলো সেজে
চোর হয়ে তোমার ঘরে আসি, আসি
আমাকে দেখবে না তখনই
মন থেকে যদি না চাও তুমি

[verse 2: elita karim]
অভিমানী হলে কি ক্ষতি
প্রিয়দের ভুলে যাওয়াই যে ঠিক, যে ঠিক
বৃষ্টিতে ঝরা মুকুল
ফুল হয়ে কি ফোটে এদিক_সেদিক
শেষ রাতে জেগে ওঠা পাখি
ভুল বোঝায় বসন্ত যে এলো, এলো
আমার মনে লাগে না রং
একা লাগে এ ঘরে ভীষণ
[chorus: pritom hasan, elita karim]
তোমার ঘরে (তোমার ঘরে)
কেউ থাকে কি? (কেউ থাকে কি?)
যাকে আজও (যাকে আজও)
দেখা বাকি (দেখা বাকি)
আমি চাঁদেরই আলো সেজে
চোর হয়ে তোমার ঘরে আসি, আসি
আমাকে দেখবে না তখনই
মন থেকে যদি না চাও তুমি
মন থেকে যদি না চাও তুমি
মন থেকে যদি না চাও তুমি
মন থেকে যদি না চাও তুমি

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...