
prithibi - janmodin كلمات أغنية
মনে পড়ে কি সেই রাত, তুমি দু-হাত বাড়িয়ে
ধরতে চেয়েছিলে হাত, সব কিছুই হারিয়ে…
ছিলোনা কিছু দেওয়ার তোমায়, কিছু শব্দ অগোছালো
দিনটা ছিলো বড় দামি, আমি চেয়েছিলাম বাসতে ভালো…
কিছু ফুল শুকিয়ে গেছে তোমার নিঃশ্বাসে
তবু রাত্রি বেশে, তুমি রঙিন…
আজ তোমার জন্মদিন, আজ তোমার জন্মদিন
আমি আছি জেগে সারা রাত…
আজ তোমার জন্মদিন, আজ তোমার জন্মদিন
আমি আছি জেগে সারা রাত…
চাইনা তোমায় আর ভাবতে, কেনও অসুখ ফিরে ফিরে
এইতো ছিলে কাল আর আজ নেই, কতো খুঁজবো মানুষের ভিড়ে…
খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত, অশান্ত তোমার বুকে
হাজার উপহারে তোলপাড়, তবু তুমি আছো কি সুখে…
কিছু রং মুছে গেছে, তোমার চোখের জলে
তবু রাত্রি বেশে তুমি রঙিন…
আজ তোমার জন্মদিন, আজ তোমার জন্মদিন
আমি আছি জেগে সারা রাত…
আজ তোমার জন্মদিন, আজ তোমার জন্মদিন
তুমি আছো জেগে সারা রাত…
আজ তোমার জন্মদিন, আজ তোমার জন্মদিন
আমি আছি জেগে সারা রাত…
আজ তোমার জন্মদিন, আজ তোমার জন্মদিন
তুমি আছো জেগে সারা রাত…
happy birthday to you
happy birthday to you…
happy birthday to you
happy birthday to you…
كلمات أغنية عشوائية
- jessica andrews - thats who i am كلمات أغنية
- joan jett - you don't own me كلمات أغنية
- fabulous - if they want it كلمات أغنية
- jay the americans - walkin' in the rain كلمات أغنية
- scarface - smile ft. 2pac (a cappella) كلمات أغنية
- gloria estefan - desde la oscuridad (spanish version) كلمات أغنية
- spice girls - who do think you are كلمات أغنية
- tpau - you give up كلمات أغنية
- spice girls - wanna be كلمات أغنية
- alan parsons - blue blue sky كلمات أغنية