kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

prithibi - aagun pakhi كلمات أغنية

Loading...

বাতাসে পোড়া গন্ধ, কেঁটে যায় স্বাভাবিক ছন্দ জীবনের, গান গেয়ে
চোখে মুখে মেশে ধুলো, অবকাশ ঘুমোলো আমার, পরবাসে…
এ আকাশ যদি উড়তে দিতো, তবে উড়তাম ডানা মেলে

এ সহবাস যদি আদর দিতো, তবে জ্বলতাম আগুন হয়ে…

এ পরবাস আমার ভালো লাগে না
এ সহবাস আমার পিছু ছাড়ে না…
এ পরবাস আমার ভালো লাগে না
এ সহবাস আমার পিছু ছাড়ে না…

কি ভিষন দ্বিধা দ্বন্দ, এখন সব দরজা বন্ধ আমার, বাড়ি ফেরার
আমি নকল তবু ভালো, তুমি অন্ধের থেকে কেড়ে নেও আলো, ভালোবাসার হিসেব চাও…
এ সহবাস যদি প্রশ্রয় দিতো, তবে দিতাম তোমায় ফাঁকি
এ আকাশ যদি আশ্রয় দিতো, তবে হোতাম আগুন পাখি…

এ পরবাস আমার ভালো লাগে না
এ সহবাস আমার পিছু ছাড়ে না…
এ পরবাস আমার ভালো লাগে না
এ সহবাস আমার পিছু ছাড়ে না…

ভালো লাগে না, ভালো লাগে না
ভালো লাগে না, ভালো লাগে না…
ভালো লাগে না, ভালো লাগে না
ভালো লাগে না, ভালো লাগে না…

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...