
pratima barua (pande) - original كلمات أغنية
Loading...
দিনে দিনে খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি গো সাঁইজি কোন রঙে।
বাঁধিছেন ঘর মিছা,
মিছায় দন্ধ বাজে গোসাঁইজি কোন রঙে।
বাল্য না কাল গেলো হাসিতে খেলিতে
যৈবন কাল গেলো রঙ্গে
আর বৃদ্ধ না কাল গেলো ভাবিতে চিন্তিতে
গুরু ভজিবো কোন কালে, গোঁসাইজী … কোন রঙে।
ও দিনে দিনে খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি গোঁসাইজী … কোন রঙে।
হাড়েরও ঘরখানি, চামেরও ছাউনি
বন্ধে বন্ধে তার জোড়া
আর তাহারই তলে ময়ুর আর ময়ুরী
শূন্যে উড়ায় তারা গোসাঁইজি … কোন রঙে
(আরেক বইয়ে লেখা)
হাড়েরও ঘরখানি, চামেরও ছাউনি
বন্ধে বন্ধে জোড়া
সেই ঝড়েরও প্রহরী ময়ুর আর ময়ুরী
কবে দেয় যে গো উড়া গোসাঁইজি … কোন রঙ
كلمات أغنية عشوائية
- tigercub - centerfold كلمات أغنية
- shostak - мне скучно с тобой (i'm bored with you) كلمات أغنية
- tino el pingüino - algodón كلمات أغنية
- lolo - i don't wanna have to lie كلمات أغنية
- yz (rap) - motion كلمات أغنية
- jean deaux - motel 6 كلمات أغنية
- amewu - ankunft كلمات أغنية
- christian ingebrigtsen,ferdinand falsen hiis - jeg er på vei كلمات أغنية
- buckcherry - mama kin كلمات أغنية
- moky monkey - neuzeit karma كلمات أغنية