
pratima banerjee - ekta gaan likho amaar janya كلمات أغنية
Loading...
একটা গান লিখো আমার জন্য
না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।।
সে গান যেন আমায় উজার করে নেয়
সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়
আমি যেন হই তোমার মাঝে ধন্য
না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।
একটা গান লিখো আমার জন্য
আমি ছিলেম তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা
লিখেছি তোমায় মনের আখরে অনেক ছন্দ লিপিকা।
সেদিন আজো আমার মনে পড়ে যায়
এমন করে যেন আমায় খুঁজে পায়
জীবন তরী যে কোথায় সহজ পণ্য
না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।
একটা গান লিখো আমার জন্য
كلمات أغنية عشوائية
- stan simon - escaping the madhouse كلمات أغنية
- raizuwave - scorpion كلمات أغنية
- camryn leigh smith - doesn’t mean i don’t love you كلمات أغنية
- etnaise - интро (intro) كلمات أغنية
- racer x (rus) - my sun كلمات أغنية
- montero - vibrations كلمات أغنية
- lse - heinz كلمات أغنية
- kerser - ima stunner كلمات أغنية
- the nutty squirrels - uh! oh! كلمات أغنية
- ap - smokin' كلمات أغنية