kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

pranti feat. bappy - nirobota كلمات أغنية

Loading...

একা একা বলো কতো
থাকবো তোমায় ছাড়া.
ও. হাতে রেখে হাত চলো.

হয়ে যায় বাধন হারা ।
ও.নীরবতা তোমার কথা
শুধু বলে যায়
হারাবো চেনা পথে দূর অজানায়
ভালবেসে আজ দু’জনে মিশে
একাকার.
মনে রেখো সারাটা জনম তুমি যে আমার
ভালবেসে আজ দু’জনে মিশে একাকার
মনে রেখো সারাটা জনম তুমি যে আমার ।
তোমারি ভাবনায় কাটে প্রতি প্রহর
প্রেমেরী বরর্ষায় সাজে মনের শহর
ও নীরবতা তোমার কথা শুধু বলে যায়.
হারাবো চেনা পথে দূর অজানায়
ভালবেসে আজ দু’জনে মিশে একাকার
মনে রেখো সারাটা জনম তুমি যে আমার .
ভালবেসে আজ দু’জনে মিশে একাকার
মনে রেখো সারাটা জনম তুমি যে আমার ।
ও. প্রেমেরী জোৎস্নায় আলোকিত এই ভূবন
তোমারি ছোয়াতে আমার রেঙেছে জীবন
ও .নীরবতা তোমার কথা শুধু বলে যায়
হারাবো চেনা পথে দূর অজানায়
ভালবেসে আজ দু’জনে মিশে একাকার
মনে রেখো সারাটা জনম তুমি যে আমার,
ভালবেসে আজ দু’জনে মিশে একাকার
মনে রেখো সারাটা জনম তুমি যে আমার ।

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...