
power surge - mitther agrashon كلمات أغنية
[verse 1]
রক্তলাল ঐ সূর্যটা আজ নিষ্প্রাণ
প্রতিটি প্রতিটি ইট ইট প্রাচীরের
গড়েছে সেই অসহায়ের দল
কেঁদে ওঠে তারা আর্তচিৎকারে…
মিথ্যের মায়াজালে আটকে পড়ে আমি আজ
বিক্ষত শূন্যতা ছাড়া আমার কিছু নেই
অবরুদ্ধ কারাগারে বন্দী আজ
সমাধি (সমাধি সমাধি সমাধি সমাধি )
আহত মানুষের রক্তাক্ত বন্ধন
খুঁজে ফিরে রক্তের পিপাসায়
মিথ্যের মায়াজালে আটকে পড়ে আমি আজ
বিক্ষত শূন্যতা ছাড়া আমার কিছু নেই
ওরা আমার রক্ত নিয়েছে, বিনিময়ে হাতে শিকল দিয়েছে
রক্তের বিনিময়ে হোক, আমার ওদের চাই
[chorus]
সব আঁধার শেষে বিষন্ন চাঁদের আলোয়
তোমার দরজায় কড়া নাড়ে
সীমাহীন কাতরতায় পড়ে আছে
মুমূর্ষ মানবতা
[instrumental break]
[verse 2]
অতৃপ্ত বলিষ্ঠের দল
সব ধ্বংস আর নষ্টের মূল
তৃষ্ণার্তের আজ হাহাকারে
খুঁজে যাবে এক অজানা স্বপ্ন
মৃত্যুর কালে জানবে মানুষ
নিঃস্ব তারা ছিলো পৃথিবীতে
রক্তাক্ত উল্লাসে মেতে ওঠে তারা
গণতন্ত্রের স্রষ্টা
[guitar solo]
[verse 3]
বুটের তলায় পিষ্ট মানবতা
কেঁদে ওঠে আর্তচিৎকারে
বেড়ে ওঠে কিছু অপ্রিয় সত্য
কারাগারে
সব (সব সব)
[chorus]
সব আঁধার শেষে বিষন্ন চাঁদের আলোয়
তোমার দরজায় কড়া নাড়ে
সীমাহীন কাতরতায় পড়ে আছে
মুমূর্ষ মানবতা
[guitar solo]
كلمات أغنية عشوائية
- alonelyness - the futuristic world of issues كلمات أغنية
- mass of the fermenting dregs - だったらいいのにな (if only) كلمات أغنية
- mr.swister - игорь женился (igor got married) كلمات أغنية
- hacelen royer - neon star كلمات أغنية
- tophyun (탑현) - 사랑한다고 말해줘 (tell me you love me) كلمات أغنية
- jeyd!nn - death in different ways كلمات أغنية
- lorraine - voll daneben كلمات أغنية
- dinora y la juventud - llegaste كلمات أغنية
- traker & lunna - 0 ili 100 كلمات أغنية
- saved by skarlet - black knight كلمات أغنية