kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

pothik nobi - koster gaye lal jama كلمات أغنية

Loading...

কষ্টের গায়ে লাল জামা বেদনার
গায়ে নীল।
আজ ভীষন কষ্ট পেয়েছি। জানি না কিসে এই

কষ্ট দূর হবে। তবে আমি মন থেকে চাই না এই
কষ্ট দূর হয়ে যাক। কারন আমি তাকে আজীবন
মনে রাখতে চাই যে আমাকে আজ এত কষ্ট
দিয়েছে। আমি তাকে ভাগ্যবান বলবো কারন তার
সামনে আরো বেশী ভাল কিছু পাওয়ার সম্ভাবনা
সৃষ্টি হয়েছে। সে আজ নিজের দেশে পাড়ি
জমালো সেখানে তার জন্য আছে জলমলে
আলোক সজ্জিত বাড়ি, ধুসর শুভ্র তুলতুলে বিছানা।
তাকে পাহারাদিতে আছে হাজারো প্রহরি, আর
আমি একা পথে। আমি পথেই রয়ে গেলাম। আমি
পথ ভোলা এক পথিক, পথ ভুলে প্রেম
সাগরের তীরে এসে দাঁড়িয়েছি শীতল জল
পান করিব বলে। হাটু পানিতে যেই নেমেছি
স্রোতের টানে ভেসে গেছি দূরে
বহুদুরে। জল খেয়েছি হাবুডুবু খেয়ে, তেষ্টা
মেটেনি।

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...