
porshi - jibon maane كلمات أغنية
Loading...
জীবন মানে বেঁচে থাকার একটা মানে বুঝি
যখন ভীষণ একলা লাগে তোমায় পাশে খুঁজি
তোমায় একটা নদী ভেবে ডুবে যেতে পারি
যখন ভীষণ একলা লাগে তোমায় পাশে খুঁজি
জীবন মানে বেঁচে থাকার একটা মানে বুঝি
যখন ভীষণ একলা লাগে তোমায় পাশে খুঁজি
অনেক মানুষ জীবন নিয়ে অনেক কিছু ভাবে
আমি ভাবি- তুমি ছাড়া দিন কি ভালো যাবে?
তোমায় একটা দুপুর ভেবে বিকেল হতে পারি
এটাই জীবন, জীবন মানেই একটু বাড়াবাড়ি
তোমায় নিয়ে মেঘ ছাড়াই আজ বৃষ্টি হতে পারি
এটাই জীবন, জীবন মানেই একটু বাড়াবাড়ি
জীবন মানে দৌড়ে যাওয়া পথের শেষে বাড়ি
সেই বাড়িটার জানলা খোলা, আকাশ ছুঁতে পারি
জীবন মানে বেঁচে থাকার একটা মানে বুঝি
যখন ভীষণ একলা লাগে তোমায় পাশে খুঁজি
كلمات أغنية عشوائية
- eyes set to kill - erasing everything كلمات أغنية
- oh hush - everybody's lookin' for love كلمات أغنية
- kayo dot - gemini becoming the tripod كلمات أغنية
- we are the ocean - save me! said the saviour كلمات أغنية
- wedding - i-540 كلمات أغنية
- makayla - power of love كلمات أغنية
- pat terry - change takes time كلمات أغنية
- kemet - one chance left كلمات أغنية
- keep of kalessin - dark as moonless night كلمات أغنية
- arrival - in our hands كلمات أغنية