porshi, arfin rumi & tanzil hasan - khuje khuje [feat. arfin rumi & porshi] كلمات الأغنية
Loading...
তোমাকে খুঁজে পাই ঐ নীল আকাশে
পাই যে খুঁজে ঐ মিষ্টি বাতাসে।।
তোমায় ভালোবাসি আমি ভালোবাসি
পেতে চাই আরো কাছে, আরো কাছে
খুঁজে খুঁজে দু’চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু’জন থাকবো সারা জনম ধরে।
কপালের ঐ টিপ চোখেরই কাজলে,
তোমাকে জড়িয়ে রাখবো প্রেমেরই আঁচলে।
রংধনুর রঙে নয়, নয় ঝর্না ধারাতে
তোমার উপমা খুঁজি দু’চোখের তারাতে।
খুঁজে খুঁজে দু’চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু’জন থাকবো সারা জনম ধরে।
তুমি ফুল হয়ে সুরোভী ছড়ালে,
প্রেমেরই চাদরে হৃদয় জড়ালে।
দাওনা তুমি দু’হাত বাড়িয়ে,
ভালোবেসে যেতে চাই তোমাতে হারিয়ে।
খুঁজে খুঁজে দু’চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু’জন থাকবো সারা জনম ধরে।
كلمات أغنية عشوائية
- cxris - break em' off كلمات الأغنية
- loco locass - le mémoire de loco locass كلمات الأغنية
- dopeworld - pain كلمات الأغنية
- lagarto amarillo - los domingos por la tarde كلمات الأغنية
- peter lemarc - ett troget hjärta - live كلمات الأغنية
- jeezy - dreamin' كلمات الأغنية
- rustlah - american gods كلمات الأغنية
- manic tl - rest in peace, miss كلمات الأغنية
- maria andrade - perdão كلمات الأغنية
- atari gang - tianna's weave remix كلمات الأغنية