
poraho - naam chara gaan كلمات أغنية
Loading...
[verse 1]
চেয়ে দেখো আমায় পাবে তুমি
কল্পনাতে বিভোর একা আমি
কখনো কি ভেবে দেখেছো কি
বলছি আজ তোমায়
[chorus]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
[verse 2]
ভুলেছো, মুছেছো আমার যতো স্মৃতি
বুঝোনি কখনো আমার অনুভূতি
চাইলেও আবার না পেতে পারো
যাবো বহুদূরে
তবু এই মন বলতে চায়
[chorus]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
[bridge]
guitar solo
[chorus]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
[outro]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
كلمات أغنية عشوائية
- iain matthews - indiscreet كلمات أغنية
- 1990 studio cast of girl crazy - finale act i كلمات أغنية
- kenny mehler - dock of the bay - (live version) كلمات أغنية
- bum06 - white angel كلمات أغنية
- keagan hoffman - death كلمات أغنية
- silverkord - semblance كلمات أغنية
- gunnr - whitney كلمات أغنية
- ira luzina - use me كلمات أغنية
- rossy & pauline herr - heavens door كلمات أغنية
- daquanboi - when i love you كلمات أغنية