poraho - ebhabei shuru كلمات الأغنية
Loading...
[verse 1]
জীবন আমার স্বপ্নে আঁকা
তোমায় ভেবেই গল্প লেখা
হারিয়েছি সেই জগতে
যে জগতে স্বপ্ন বাঁচে
পাখি হয়ে গাইবো যে গান
শুনবে সবাই সে আহবান
উড়ে যাবো একা আমি
পেছনে ফেলে তোমার স্মৃতি
[chorus]
এখানে নেই কোনো বাঁধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই ভালো থাকি
[verse 2]
হঠাৎ সেদিন পথে দেখা
তোমার মলিন চেয়ে থাকা
উড়ে আসে স্মৃতিগুলো
যে স্মৃতি আজ আমায় কাদাঁয়
চাইলে থাকো তোমার মতো
অন্যের স্বপ্নে খেলো হাসো
আমার এই রংধনুটা
তোমার রং ছাড়াই ভালো
[chorus]
এখানে নেই কোনো বাঁধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই ভালো থাকি
এখানে নেই কোনো বাঁধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই
كلمات أغنية عشوائية
- mantar - ghost highway كلمات الأغنية
- james ap - sak kedipe moto كلمات الأغنية
- linn da quebrada - bomba pra caralho (remix) كلمات الأغنية
- kampa pixl - cerveau كلمات الأغنية
- jay rock - i wont go كلمات الأغنية
- udo jürgens - disco-stress كلمات الأغنية
- yuli y josh - maría mírame كلمات الأغنية
- swervy - did it like i did كلمات الأغنية
- cecilia - love is interesting كلمات الأغنية
- tullycraft - if you take away the make-up (then the vampires they will die) كلمات الأغنية