
poraho - ebhabei shuru كلمات أغنية
Loading...
[verse 1]
জীবন আমার স্বপ্নে আঁকা
তোমায় ভেবেই গল্প লেখা
হারিয়েছি সেই জগতে
যে জগতে স্বপ্ন বাঁচে
পাখি হয়ে গাইবো যে গান
শুনবে সবাই সে আহবান
উড়ে যাবো একা আমি
পেছনে ফেলে তোমার স্মৃতি
[chorus]
এখানে নেই কোনো বাঁধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই ভালো থাকি
[verse 2]
হঠাৎ সেদিন পথে দেখা
তোমার মলিন চেয়ে থাকা
উড়ে আসে স্মৃতিগুলো
যে স্মৃতি আজ আমায় কাদাঁয়
চাইলে থাকো তোমার মতো
অন্যের স্বপ্নে খেলো হাসো
আমার এই রংধনুটা
তোমার রং ছাড়াই ভালো
[chorus]
এখানে নেই কোনো বাঁধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই ভালো থাকি
এখানে নেই কোনো বাঁধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই
كلمات أغنية عشوائية
- killing touch - tommy's cane كلمات أغنية
- souljahz - he will deliver كلمات أغنية
- shekinah glory ministry - living for you كلمات أغنية
- whitecross - full crucifixion كلمات أغنية
- verbs - can you hear me كلمات أغنية
- torchbearer - severings كلمات أغنية
- virtue - silent night o come let us adore him medley كلمات أغنية
- clark sisters - orphans of god كلمات أغنية
- adrenalin o d - middle-aged whore كلمات أغنية
- let me out - what's yours (set a cop on fire) كلمات أغنية