
poraho - durey chole jao كلمات أغنية
[chorus]
দূরে চলে যাও, আমাকে কাঁদাও আবারও
তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায়
আলোকিত সবই দূরে
স্বপ্ন দেখে যাও আমাকে পাবার আবারও
তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায়
আলোকিত সবই দূরে
[verse]
জলে_স্থলে স্বপ্ন হাজার দেবো আনমনে পার
অন্য কারো, অন্য কারো হবে যদি
জলে_স্থলে স্বপ্ন হাজার দেবো আনমনে পার
অন্য কারো, অন্য কারো হবে যদি
আজ মিশে থাকা তোমার ভালো লাগা
আনমনে যাই সরে
তোমারই আশায়, তোমার ভালো লাগায়
আনমনে যাই সয়ে
[chorus]
দূরে চলে যাও, আমাকে কাঁদাও আবারও
তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায়
আলোকিত সবই দূরে
স্বপ্ন দেখে যাও আমাকে পাবার আবারও
তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায়
আলোকিত সবই দূরে
[pre_chorus]
যাও যত দূর
আমারই তো ভুল
তোমার দূরে থাকা
আমার ভালো লাগা
আনমনে যাই সয়ে
তোমার দূরে থাকা
আমার ভালো লাগা
আনমনে যাই সয়ে
[chorus]
দূরে চলে যাও, আমাকে কাঁদাও আবারও
তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায়
আলোকিত সবই দূরে
স্বপ্ন দেখে যাও আমাকে পাবার আবারও
তুমি ভুলে যেতে পারো মিশে মোহনায়
আলোকিত সবই দূরে
দূরে চলে যাও, আমাকে কাঁদাও আবারও
كلمات أغنية عشوائية
- hoxy - снова (again) كلمات أغنية
- slimeboi - wendy & tinker bell كلمات أغنية
- dirty sanchez (band) - get it wet كلمات أغنية
- smack - v pytli كلمات أغنية
- crianças - amiguinho كلمات أغنية
- mugiwara clique - fuego كلمات أغنية
- stellar crowns with 朱音 - 僕らの明日へ كلمات أغنية
- cir.cuz - casanova كلمات أغنية
- papiti - fashion nova كلمات أغنية
- nedsaja küla bänd - peolugu كلمات أغنية