
popeye (bangladesh) - odekha alo كلمات أغنية
Loading...
আমি ঝড় কি দেখেছি, আমি কষ্ট কি বুঝি
জীবনের খোলা পথে আমি নিজেকে খুঁজি
আকাশের মতো বিশাল, কোনো সাগরের সমান
মতো দুঃখের বোঝ নিয়ে, আমি মিছে হেসে গেছি
সব ভুলে একটু সুখের খোঁজে
কতবার ফিরেছি শূন্য দুহাতে
বিষন্নতার অভিশাপে ঘিরে
খুঁজি অদেখা আলো কে
আলো কে, আলো কে
আলো কে
আমি স্বপ্ন ভেঙেছি, আমি সত্য মেনেছি
ভালোবাসা গিয়ে ভুলে, আমি ঘৃণা শিখেছি
পাথরের মত নিথর, সময় করেছে ভিতর
আমি ছিলাম না এমন, আমি ছিলাম না এমন
হঠাৎ দেখি হয়ে গেছি একা
সবার মুখোশের পিছে লুকিয়ে থাকা
নীরব আঁধার নেমে নিল ঘিরে
খুঁজি অদেখা আলো কে
আলো কে, আলো কে
আলো কে, আলো কে
হঠাৎ দেখি হয়ে গেছি একা
সবার মুখোশের পিছে লুকিয়ে থাকা
বিষন্নতার অভিশাপে ঘিরে
খুঁজি অদেখা আলো কে
আলো কে, আলো কে
আলো কে, আলো কে
كلمات أغنية عشوائية
- aarón jökullsson - my body is a prison كلمات أغنية
- deji abdul - no odda كلمات أغنية
- charlie (duumu) - homesick كلمات أغنية
- .qabriel - gimmick كلمات أغنية
- don toliver - rich* كلمات أغنية
- connor price - love language كلمات أغنية
- ceyzer - билли милиган (billy milligan) كلمات أغنية
- jessica mauboy - thinkin bout you كلمات أغنية
- marisa monte - eu sou o caso deles كلمات أغنية
- high bottom - stimulant song كلمات أغنية