
popeye bangladesh - neshar bojha كلمات أغنية
স্বপ্ন দেখা খোলা চোখে
হয়না সাহস আর মনে
করি না কিছু পাওয়ার আশা
ব্যর্থ আমার প্রার্থনারা
আজ আমি সব হারানো
আমি শূন্যতায় ভেসে হাহাকার দেখি
লাগে ভয় যেনো আমার
দেখা হল না আলো সুধাই অন্ধকার
কেউ বুঝেনি আমায় চেনেনি তো কেউ
দেখেও কতবার তবু দেখেনি কেউ
মোর সত্য কল্পনা যতো বাস্তবতা মিথ্যে ততো
তাই আমি বৃষ্টি এলেই
পাহাড়ের চূড়ায় বসে বর্ষায় ভিজি
ভাঙ্গলে মেঘ, পারি যেতেও আকাশ
শুকাতে রোদের তীরে নিজেকে আমি
ফেরা হলো না ঘরে
নাহি ফিরলো ঘর দিকে আমার
এসে পথেরি মাঝে
পেছনে তাকিয়ে ফিরে আবার
হেটে যাই আমি খুঁজতে কিছু
আমি আজো জানিনা কিসেরি পিছু
সাথী রয় কষ্ট আমার
সে নেয় নাতো বিদায়
দেয় নাতো বিদায়…
আমি মিথ্যে বলেছি
কতো মিথ্যে বলেছি নিজেকে
এক রূপকথার মত
বদলে যাবে এই জীবন শেষে
আজ আমি, ছন্নছাড়া
আমি এক দিশেহারা লুকিয়ে মরি
জানবে না এই নেশার মায়া
কত যে বড় বোঝা, কত যে বোঝা
নেশার মায়া, কত যে বোঝা
كلمات أغنية عشوائية
- a$ap ferg - cut it (remix) كلمات أغنية
- mach one & darn - kaffeekränzchen كلمات أغنية
- leone.mon - en route كلمات أغنية
- rios xiii - lisa كلمات أغنية
- gunna - stay focused كلمات أغنية
- tonio mc - 2 grammes كلمات أغنية
- kxng crooked - once upon a time in the lbc كلمات أغنية
- bejf - idziemy po swoje كلمات أغنية
- .otrix - kvvvь كلمات أغنية
- mi$tva smogfam - в свой дом كلمات أغنية