
popeye (bangladesh) - ei tumi ke (এই তুমি কে) كلمات أغنية
Loading...
জোছনাও লুকায় তোমার ওই চোখে
কি করে বুঝি মেঘগুলো নয় কালো
মরুতে নদীর মতো দুঃখ তোমারি
আকাশের মতো যেন সবই আমারি
তবে না,হবেনা,হবেনা তুমি এত মিছে
ঠিকি ভাবো আমায় সবকিছু শেষে
নাকি বদলে গেছে সবই তোমার কাছে
অবাক আমি শুধুই ভাবি, এই তুমি কে?
ঘুমটাকেও যেন নিয়েছ পুরো কিনে
জানোতো দেখিনা স্বপ্ন খোলা চোখে
রংধনুর রঙে সাজাও সন্ধ্যা তোমার
যেন পৃথিবীর সবই কিছু তোমার
তবে না, রবে না, রবে না তুমি এত সুখে
ঠিকি কাঁদো আমায় গোপনে ভেবে
নাকি বদলে গেছে সবই তোমার কাছে
অবাক আমি শুধুই ভাবি
এই তুমি কে?
তুমি ভাসো অথৈ সাগরে, যে সাগর আমার হৃদয়ে
তুমি দেখ খোলা আকাশে
আর আমি শুধু তোমাকে
তবে না, যেওনা, যেওনা আমাকে ছেড়ে
কত ডাকে আমায় পিছু না ফিরে
জানি বদলে গেছে সবই তোমার কাছে
অবাক আমি শুধুই ভাবি, এই তুমি কে?
كلمات أغنية عشوائية
- people's temple choir - he's able كلمات أغنية
- rhyan besco - body كلمات أغنية
- steeleye span - copshawholme faire كلمات أغنية
- redneck mob - broke lean كلمات أغنية
- barbie cast - believe (soundtrack vers.) كلمات أغنية
- stilo magolide - 2190 pt1 كلمات أغنية
- nerina pallot - breathe كلمات أغنية
- mark diamond - waves كلمات أغنية
- steeleye span - the dreamer and the widow كلمات أغنية
- la macchina del tempo - la macchina del tempo كلمات أغنية