popeye (bangladesh) - ei tumi ke (এই তুমি কে) كلمات الأغنية
Loading...
জোছনাও লুকায় তোমার ওই চোখে
কি করে বুঝি মেঘগুলো নয় কালো
মরুতে নদীর মতো দুঃখ তোমারি
আকাশের মতো যেন সবই আমারি
তবে না,হবেনা,হবেনা তুমি এত মিছে
ঠিকি ভাবো আমায় সবকিছু শেষে
নাকি বদলে গেছে সবই তোমার কাছে
অবাক আমি শুধুই ভাবি, এই তুমি কে?
ঘুমটাকেও যেন নিয়েছ পুরো কিনে
জানোতো দেখিনা স্বপ্ন খোলা চোখে
রংধনুর রঙে সাজাও সন্ধ্যা তোমার
যেন পৃথিবীর সবই কিছু তোমার
তবে না, রবে না, রবে না তুমি এত সুখে
ঠিকি কাঁদো আমায় গোপনে ভেবে
নাকি বদলে গেছে সবই তোমার কাছে
অবাক আমি শুধুই ভাবি
এই তুমি কে?
তুমি ভাসো অথৈ সাগরে, যে সাগর আমার হৃদয়ে
তুমি দেখ খোলা আকাশে
আর আমি শুধু তোমাকে
তবে না, যেওনা, যেওনা আমাকে ছেড়ে
কত ডাকে আমায় পিছু না ফিরে
জানি বদলে গেছে সবই তোমার কাছে
অবাক আমি শুধুই ভাবি, এই তুমি কে?
كلمات أغنية عشوائية
- cannibal corpse - stabbed in the throat كلمات الأغنية
- cannibal corpse - staring through the eyes of the dead كلمات الأغنية
- cannibal corpse - stripped, raped, and strangled كلمات الأغنية
- cannibal corpse - the bleeding كلمات الأغنية
- cannibal corpse - the cryptic stench كلمات الأغنية
- cannibal corpse - the exorcist كلمات الأغنية
- cannibal corpse - the pix - axe murders كلمات الأغنية
- cannibal corpse - the spine splitter كلمات الأغنية
- cannibal corpse - the undead will feast كلمات الأغنية
- cannibal corpse - unite the dead كلمات الأغنية