
popeye (bangladesh) - asha (hope) كلمات أغنية
কি করি কি করি বলো কি করা যায়? অলস এমন দিনে
মনের যতো রঙ মিশে অজানায়, শুধু সাদা ফেলে
তাই বুঝি আমি, আকাশ দেখি কিছুই না ভেবে
নিস্তদ্ধতায় সবই যেন গভীর সাগরতলে
এই বিষন্নতা আর কাটে না তো আমাকে ছেড়ে
মনে আগের মতো গান বাজে নাতো পাখিদের সুরে
দিন আসে যায়, সূর্য ওঠে তবু আলো ছড়ায় না
সবই বদলায় শুধু জীবন আমার, সেতো বদলায়না
না, না না না না…
কি ক্ষতি কি ক্ষতি যদি হতো এমন
কোনো ব্যস্ত রাতে, চাঁদ এসে বসে থাকে
জানালায়, আমায় দেখা দিতে
ফুল ফুটে যায়, বাতাস বয়ে, ভালোবাসা ছেয়ে
কোনোদিকে দুঃখ আমায় পারেনা এসে ছুঁতে
অনন্ত এক সুখের পাহাড়, আমি তার চূড়ায়
কাটে জীবন এক হাসিমুখের, কোনো কষ্ট ছাড়াই
প্রজাপতি এক এসে বলে, উঠো আমার ডানায়
বলে বলো, কী যে চাও তুমি, আমি দেখাবো উপায়
প্রজাপতি ভেসে এসেছি, আশা আমার পরিচয়
উড়ে এসেছি বহুদূরে থেকে, ডেকেছিলে তাই
ভেবেছিলে স্রষ্টা নেই কোনো, ভুল বোঝাতে তোমায়
বলে বলো, কি যে চাও তুমি, আমি এনে দেবো তাই
প্রজাপতি সেজে এসেছি, আশা আমার পরিচয়
উড়ে এসেছি বহুদূরে থেকে ডেকেছিলে তাই
ভেবেছিলে স্রষ্টা নেই কোনো, ভুল বোঝাতে তোমায়
কি করি কি করি বলো কি করা যায়? এমন অলস দিনে
মনের যতো রঙ গেছে অজানায়…
كلمات أغنية عشوائية
- roberto leal - agosto em portugal كلمات أغنية
- alvin darling - all night كلمات أغنية
- marya bravo - nós كلمات أغنية
- big b - whiteboys كلمات أغنية
- elfen lied كلمات أغنية
- t3 - the true way كلمات أغنية
- frank aguiar - raios de neon كلمات أغنية
- les frères jacques - les boîtes à musique كلمات أغنية
- tunafe - tudo isto é tuna كلمات أغنية
- inmigrantes - graffiti كلمات أغنية