polash - maya lagaiche كلمات الأغنية
Loading...
বন্ধে মায়া লাগাইছে
পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।
বসে ভাবি নিরালা
আগে তো জানিনা বন্ধের পিড়িতের জ্বালা।।
যেন ইটের ভাটায় দিয়া কয়লা – আগুন জ্বালাইছে।।
দেওয়ানা বানাইছে।
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।।
কী বলিব আর?
বিচ্ছেদের অনলে পুড়ে কলিজা আঙ্গার।।
প্রাণ বন্ধের পিড়িতে আমার – কুল-মান গেছে।।
দেওয়ানা বানাইছে
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।।
বাউল আব্দুল করিম গায়
ভুলিতে পারিনা আমার মনে যারে চায়।।
কুল-নাশা পিড়িতের নেশায় – কুল-মান গেছে।।
দেওয়ানা বানাইছে
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।।
كلمات أغنية عشوائية
- arctic monkeys - despair in the departure lounge كلمات الأغنية
- the weepies - gotta have you كلمات الأغنية
- ed sheeran - quiet ballad of ed كلمات الأغنية
- five for fighting - two lights كلمات الأغنية
- stacie orrico - so simple كلمات الأغنية
- gym class heroes - the queen and i كلمات الأغنية
- ed sheeran - insomniac's lullaby كلمات الأغنية
- hellogoodbye - touchdown turnaround (don't give up on me) كلمات الأغنية
- stone sour - zzyzx rd. كلمات الأغنية
- paolo nutini - loving you كلمات الأغنية