piya chakraborty - tomaro awsheeme كلمات الأغنية
Loading...
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ,
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ
তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই
হে পূর্ণ, তব চরণের কাছে
যাহা_কিছু সব আছে আছে আছে_
নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই।
অন্তরগ্লানি সংসারভার
পলক ফেলিতে কোথা একাকার
অন্তরগ্লানি সংসারভার
পলক ফেলিতে কোথা একাকার।
জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই।
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই,
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই।
كلمات أغنية عشوائية
- nikmoody - glimpse كلمات الأغنية
- king naje - conscious intimacy (bout you) كلمات الأغنية
- chief keef - low life كلمات الأغنية
- franco escamilla - mi abuelo كلمات الأغنية
- shakira - coconut tree كلمات الأغنية
- zj mission - life or death كلمات الأغنية
- robert dubac - ...or else it's a boy! كلمات الأغنية
- skillz - six figures كلمات الأغنية
- 怡嘉 - 練習曲 كلمات الأغنية
- yexian feat. alexis & fido - dejate besar كلمات الأغنية