
piya chakraborty - tomaro awsheeme كلمات أغنية
Loading...
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ,
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ
তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই
হে পূর্ণ, তব চরণের কাছে
যাহা_কিছু সব আছে আছে আছে_
নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই।
অন্তরগ্লানি সংসারভার
পলক ফেলিতে কোথা একাকার
অন্তরগ্লানি সংসারভার
পলক ফেলিতে কোথা একাকার।
জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই।
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই,
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই।
كلمات أغنية عشوائية
- journey gz - tragic كلمات أغنية
- brooks & dunn - ain't nothing 'bout you (2019) كلمات أغنية
- slime - let's get united كلمات أغنية
- humble soul - everyting كلمات أغنية
- champloo sloppy - virus كلمات أغنية
- lil ghetto & young hood - les gens qui s'appellent thomas كلمات أغنية
- yan grasa & feabel - hard to be... كلمات أغنية
- the switch (no) - sleep كلمات أغنية
- babi (xd.babi) - lo jodiste كلمات أغنية
- skillz the protégé - 20 barras (diss) كلمات أغنية