piya chakraborty - tomar bhetor theke كلمات الأغنية
Loading...
তোমার ভেতর থেকে আমায়
যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভেতর আমার ঘর
তোমার ভেতর থেকে আমায়
যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভেতর আমার ঘর
এখন মন অন্য জন
তোমার আয়নায় নেই আমি
বৃষ্টিহীন ক্লান্ত দিন
আমার কথার পাগলামি
তুমি আমায় চেনো কি?
তোমার ভেতর থেকে আমায়
যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভেতর আমার ঘর
আমার অগোচরে তুমি আছো নানান স্তরে
যখন তখন তোমায় ছুঁতে পাই
আমার অগোচরে তুমি আছো নানান স্তরে
যখন তখন তোমায় ছুঁতে পাই
কত যে মাস এই প্রবাস
তোমার চিন্তায় নেই আমি
চলেছি তাই গ্রহ তারায়
কোথায় গিয়ে যে থামি
তুমি আমায় চেনো কি?
তোমার ভেতর থেকে আমায়
যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভেতর আমার ঘর
كلمات أغنية عشوائية
- rayven justice - these days كلمات الأغنية
- lil herb - koolin' كلمات الأغنية
- trinidad james - batman كلمات الأغنية
- chevy woods - dispensary كلمات الأغنية
- blackie the rodeo kings - north كلمات الأغنية
- boston george - rich off lean كلمات الأغنية
- nicki minaj - lookin ass nigga كلمات الأغنية
- karmin - hate to love you كلمات الأغنية
- rick ross - sanctified كلمات الأغنية
- romeo santos - cancioncitas de amor كلمات الأغنية