
piash reza - ak mutho shukh كلمات أغنية
এক মুটো সুখ বেলা শেষে
তোমায় নিয়ে কতখানি।
অনুভূতি সব নিরুদ্ধেশে
তুমিও ভাবছো অামায় জানি।
কথা বেকুলতার পিছুটান
ফেলে আসি তবু হয়নিতো ম্লান।
ভালোবাসি আমি শুধু তোমাকে…
তুমি এমন ঘোর কাটেনা প্রহর
নিয়ম মানেনা হ্রদয়,
তুমি আমার ভোর ঘুম ভাঙ্গানোর
তুমিময় পুরো সময়।
তুমি এমন ঘোর কাটেনা প্রহর
নিয়ম মানেনা হ্রদয়,
তুমি আমার ভোর ঘুম ভাঙ্গানোর
তুমিময় পুরো সময়।
অতটা ভাবনা আমায় রেখেছে বিভোর করে
যতটা ভাবলে তোমার শিহরণ এ মনের ভেতরে।
অতটা ভাবনা আমায় রেখেছে বিভোর করে
যতটা ভাবলে তোমার শিহরণ এ মনের ভেতরে।
কখা বেকুলতার পিছুটান ফেলে আসি তবু হয়নিতো ম্লান,
ভালোবাসি আমি শুধু তোমাকে।
তুমি এমন ঘোর কাটেনা প্রহর
নিয়ম মানেনা হ্রদয়,
তুমি আমার ভোর ঘুম ভাঙ্গানোর
তুমিময় পুরো সময়।
তুমি এমন ঘোর কাটেনা প্রহর
নিয়ম মানেনা হ্রদয়,
তুমি আমার ভোর ঘুম ভাঙ্গানোর
তুমিময় পুরো সময়।
কিছুটা প্রেমবিলাসী অভিমানী অবাধ্য মনটাকে
যত চাই বেঁকে রাখতে
হঠাৎ নিখোঁজ হয় এক ফাঁকে,
কিছুটা প্রেমবিলাসী অভিমানী অবাধ্য মনটাকে
যত চাই বেঁকে রাখতে
হঠাৎ নিখোঁজ হয় এক ফাঁকে,
কথা বেকুলতার পিছুটান
ফেলে আসি তবু হয়নিতো ম্লান।
ভালোবাসি আমি শুধু তোমাকে…
তুমি এমন ঘোর কাটেনা প্রহর
নিয়ম মানেনা হ্রদয়,
তুমি আমার ভোর ঘুম ভাঙ্গানোর
তুমিময় পুরো সময়।
তুমি এমন ঘোর কাটেনা প্রহর
নিয়ম মানেনা হ্রদয়,
তুমি আমার ভোর ঘুম ভাঙ্গানোর
তুমিময় পুরো সময়।
كلمات أغنية عشوائية
- kaylub - fuck bugs (literally) كلمات أغنية
- prince - it be’s like that sometimes كلمات أغنية
- begravement - conjuring the necromancer كلمات أغنية
- brius - не враг, но и не друг (not an enemy, but not a friend either) كلمات أغنية
- isaak aguilà - allò que és bonic كلمات أغنية
- digga d - toxic* كلمات أغنية
- wrightway dee - thug cry كلمات أغنية
- 立秋 (rish/risyu) - 竹 (bamboo) كلمات أغنية
- john sykes - sleep on كلمات أغنية
- t-capisce - cold feet كلمات أغنية