
partho - pothik كلمات أغنية
Loading...
তোমার ঐ মনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব,
ভালবাসার কিছু পদধূলি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব।
সকালের সোনা সোনা রোদ
সেই পথের ধূলোয় এসে ছড়িয়ে যাবে ।।
আমার দুচোখে বোনা বিবাগী স্বপ্নগুলো
তোমাকেই খূজেঁ পাবে,
ভালবাসার কিছু পদধূলি ।।
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব…
জোছনায় ভেজা ভেজা রাত
সেই পথের সীমানাতে জড়িয়ে যাবে ।।
আমার ক্লান্ত পায়ে
মুখরা লগ্নগুলো নিরবে মুখ লুকাবে,
ভালবাসার কিছু পদধূলি ।।
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব……
তোমার ঐ মনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব,
ভালবাসার কিছু পদধূলি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব।
كلمات أغنية عشوائية
- piloto de tormentas - la risa se distrajo كلمات أغنية
- ezio oliva - tu apellido كلمات أغنية
- gladyson panther - traicionad4 كلمات أغنية
- luis miguélez & the glitters - your body is a rock´n roll temple كلمات أغنية
- backxwash - nyama كلمات أغنية
- hybrid and the evans - three less kitten كلمات أغنية
- thisismarshall - certainty / 6am كلمات أغنية
- peter stampfel - everything must go كلمات أغنية
- kid zafiro - i كلمات أغنية
- professor (sa) - jezebel كلمات أغنية