
partha barua - dekha hobe bondhu كلمات أغنية
Loading...
দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়
দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়
দেখা হবে বন্ধু নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে
ভালোবাসার শুভ্র ইঙ্গিতে
দেখা হবে বন্ধু নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া
সন্ধ্যার হিমেল হাওয়ায়
দেখা হবে বন্ধু
শ্লোগান মুখর কোনো এক পথো মিছিলে
ব্যস্ততা থেকে ধার দিলে
দেখা হবে বন্ধু
ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায়
উচ্ছাসে প্রনয় প্রাক্কালে
দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়
দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়
كلمات أغنية عشوائية
- machine girl - grindhouse كلمات أغنية
- anthony boccaleoni - faded melodies كلمات أغنية
- csamacsqq - your eyes كلمات أغنية
- hatəm nəbioğlu - o qayıq كلمات أغنية
- proverb newsome - comfort & joy كلمات أغنية
- unfamousradish - highways and checklists كلمات أغنية
- cyber (isl) - finnđig (feat, ljósvaki, ty & mcblær) كلمات أغنية
- skibaby - catfishing كلمات أغنية
- david shawty - watch your step كلمات أغنية
- extize - chicks, drugs & beats كلمات أغنية