
paromita chagtterjee - aamar moner koner baire كلمات أغنية
Loading...
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি ॥
আমার মল্লিকাবনে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
তখনো কুহেলীজালে,
সখা, তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা
আমার মল্লিকাবনে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
এখনো বনের গান, বন্ধু হয় নি তো অবসান—
তবু এখনি যাবে কি চলি ।
এখনো বনের গান, বন্ধু হয় নি তো অবসান—
তবু এখনি যাবে কি চলি
ও মোর করুণ বল্লিকা,
ও তোর শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হল, এই বেলা তোর শেষ কথা দিস বলি ॥
আমার মল্লিকাবনে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
كلمات أغنية عشوائية
- oiseau & papillon - призрак (ghost) كلمات أغنية
- big rush - flow 50 cent كلمات أغنية
- salty jua - broken dreams كلمات أغنية
- derald cannon jr. - far away كلمات أغنية
- smoke (ind) - clout chase كلمات أغنية
- eugenio bennato, carlo d’angiò - riturnella (1978 version) كلمات أغنية
- smokepinkk - na tuxlom كلمات أغنية
- emmatuedio - :mamma mi adora كلمات أغنية
- koala (코알라) - rsvp - remix (romanized) كلمات أغنية
- teuterekordz - unter brücke (freestyle) كلمات أغنية