papon & shreya ghoshal - esheche raat كلمات الأغنية
এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশেই থাক খেয়ালি খাম
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম
এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশেই থাক খেয়ালি খাম
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম
সে আদরের অন্য নাম
চেনা ঠোঁটের তিল বোতাম
ছুঁয়েছে যে মেঘেরা নেই আমার শহরে
এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশেই থাক খেয়ালি খাম
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম
তোকে হঠাৎ হয়তো আজ
রাত দুপুরে ডাকছে দূরে দীপ
ইচ্ছে জ্বালে তার কপালে টিপ
সে যেন জানে সব
কথাদের মানে সব
সুখ ভেজা পালক
কেউ তো নেই, বৃষ্টি হোক
জানলা দিয়ে রাখছি চোখ
পাড়া নিঝুম, উড়েছে ঘুম রাতের চাদরে
এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশেই থাক খেয়ালি খাম
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম
এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশেই থাক খেয়ালি খাম
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম
তোকে হঠাৎ হয়তো আজ
كلمات أغنية عشوائية
- stonergang - big choc كلمات الأغنية
- martix - кашата прашлива كلمات الأغنية
- lea & wincent weiss - blicke كلمات الأغنية
- jay - mvp كلمات الأغنية
- bblasian - change كلمات الأغنية
- redeemed - 2mrw كلمات الأغنية
- ray wylie hubbard - weevils كلمات الأغنية
- a7pha - 99 point static كلمات الأغنية
- caedmon's call - lead of love (live) كلمات الأغنية
- chris hillman - (take me in your) lifeboat كلمات الأغنية