palak muchhal - aashona كلمات الأغنية
বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে শুনে
বুঝি বিষম খেলে বলছি তোমার দিব্যি গেলে
আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে
শুনে বুঝি বিষম খেলে
পড়ে গেছি ইশক-এ তে আছি বড় রিস্কেতে
খালিপিলি মিস্ করে যায় একটু যদি মিশতো সে
রাগারাগি কম করে মনটা নরম করে এস এম এসে হলেও যদি বলত আমায় সে
আসোনা কেনো বাসোনা ভালো লাগে না যে আমার ওওওও… ক্ষতি কি বলো করেছি
ফলো তোমাকে দু এক বার
বলো ঝাঁপ দেবে কি গভীর জলে
এক্ষুনি দাও জয় মা বলে
না না বাবা দরকার নেই থাক
এ যে চেষ্টা তোমার বড্ড বেশি
ভীষণ কাঁচা মনটা দেশী
গরুর মুখে শুনছি ঘোড়ার ডাক
মমম… জমে গেছি ইশক্ এ তে ভাল এই রিস্কেতে
খালিপিলি মিস্ করে যাই একটু যদি মিশতো সে
ভুল করে তাকালে চেনা চোখে বাঁকালে
দূরে দূরে থেকেও আমি থাকছি কাছে
খুব আসোনা কেনো বাসোনা ভালো লাগে না যে আমার
ওওওও… ক্ষতি কি বলো করেছি ফলো তোমাকে দু এক বার
জানি মনটা তোমার মানছে নাকো
মেজাজ কেনো মাসল দেখো
মুখেই খালি ছোটাও কথার রেল
কত মাইনে তোমার সবটা দেবো
হাতখরচা অল্প নেবো বুদ্ধি তোমার করেছে ব্রেকফেল
পড়ে গেছি ইশক-এ তে আছি বড় রিস্কেতে
খালিপিলি মিস্ করে যায় একটু যদি মিশতো সে
রাগারাগি কম করে মনটা নরম করে এস এম এসে হলেও যদি বলত আমায় সে
আসোনা কেনো বাসোনা ভালো লাগে না যে আমার ওওওও…
ক্ষতি কি বলো করেছি ফলো তোমাকে দু এক বার
আসোনা কেনো বাসোনা ভালো লাগে না যে আমার ওওওও…
ক্ষতি কি বলো করেছি ফলো তোমাকে দু এক বার
كلمات أغنية عشوائية
- long wang gang bang - benton that thaaaang كلمات الأغنية
- errebe - heartless كلمات الأغنية
- malabá - cor do euro كلمات الأغنية
- emawk - all luv كلمات الأغنية
- king juelz - up كلمات الأغنية
- the northern folk - cynics كلمات الأغنية
- rich file - falling apart كلمات الأغنية
- bea pelea - oye papi كلمات الأغنية
- antinonymous (ksl) - roof كلمات الأغنية
- andrae (leo) - losing balance كلمات الأغنية