
owned - siren lyrics
Loading...
[verse 1]
চোখে তার আঁধো আলো ছায়া মাখানো
মায়া জাল ভেসে ঢেউয়ে তার
সুবাসে মাতোয়ারা সদাই
তারই সুরে আমি ডুবে যাই গভীরে!
[chorus]
এই কামনা মিথ্যে সব
দেখেছি বৃথাই তলিয়ে যেতে
তবুও ডুবে যাই
গহনে আবার সুবাসে ভাসে
[guitar solo]
[verse 2]
আর এভাবেই
চেনা সকালে উঠে তীরে একা
একই অভাবে
ভাঙা জাহাজে বসে siren দেখা
[chorus]
এই কামনা মিথ্যে সব
দেখেছি বৃথাই তলিয়ে যেতে
তবুও ডুবে যাই
গহনে আবার সুবাসে ভাসে
[instrumental break]
এই কামনা মিথ্যে সব
দেখেছি বৃথাই তলিয়ে যেতে
তবুও ডুবে যাই
গহনে আবার সুবাসে ভাসে
Random Lyrics
- yacht - hologram lyrics
- nancy wilson - ode to billie joe lyrics
- agona - gaia lyrics
- chelsea lankes - secret lyrics
- just-ice (rap) - new lands - live / aaa lyrics
- nachtmystium - tear you down lyrics
- bambashort - trust no thot lyrics
- chicory tip - lets twist again lyrics
- slim mill - vitamiini lyrics
- museum mouth - free to be lonely lyrics