
owned - shomorpon كلمات أغنية

[verse 1]
যাচ্ছে ক্ষণ
সময়েই সমর্পণ
সেই দ্বিধা ক্ষণ
পুড়েছে, মুছেছে, মিশেছে সব
উড়ছে মন
আমাদের আলাপন
উদাসী মনে
হেসেছে, ভেসেছে সব
[chorus]
এই ঘোলাটে রাত
কেটে আসবে যে সকাল
যাচ্ছি কোথায় হারিয়ে?
এই ধোঁয়াটে চোখ
কেটে যাবে সবই ভয়
ঘুরছে কেন এই ঘোরে?
এই ঘোরে
[instrumental break]
[verse 2]
বাড়ছে ভ্ৰম
সময়ের আয়োজন
মিলিয়ে যাচ্ছে সব
উদ্ভ্রান্ত এ ক্ষণ
গড়েছে ক্ষীণ আড়ং
কমছে ক্ষণ
সময়ের আয়োজন
মিলিয়ে যাচ্ছে সব
উদাসী মন
করবে ফিকে এ রঙ
[chorus]
এই ঘোলাটে রাত
কেটে আসবে যে সকাল
যাচ্ছি কোথায় হারিয়ে?
এই ধোঁয়াটে চোখ
কেটে যাবে সবই ভয়
ঘুরছে কেন এই ঘোরে?
[instrumental break]
[chorus]
এই ঘোলাটে রাত
কেটে আসবে যে সকাল
যাচ্ছি কোথায় হারিয়ে?
এই ধোঁয়াটে চোখ
কেটে যাবে সবই ভয়
ঘুরছে কেন এই ঘোরে?
ঘোলাটে রাত (ঘোলাটে রাত)
কেটে আসবে যে সকাল
যাচ্ছি কোথায় হারিয়ে?
এই ধোঁয়াটে চোখ (ধোঁয়াটে চোখ)
কেটে যাবে সবই ভয়
ঘুরছে কেন এই ঘোরে?
[outro]
ঘোলাটে রাত (ঘোলাটে রাত)
কেটে আসবে যে সকাল
যাচ্ছি কোথায় হারিয়ে?
كلمات أغنية عشوائية
- glee cast - bella notte كلمات أغنية
- death grips - i want it i need it كلمات أغنية
- t mills - rich girls كلمات أغنية
- unwritten law - superbad كلمات أغنية
- rachel platten - nothing ever happens كلمات أغنية
- andrew belle - sky's still blue كلمات أغنية
- the game - she wanna have my baby كلمات أغنية
- matthew morrison - don't stop dancing كلمات أغنية
- building 429 - you save me كلمات أغنية
- e - 40 - my shit bang كلمات أغنية