kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

owned - abahon كلمات الأغنية

Loading...

[verse]
হঠাৎ একই শিহরণে ভেজা
চোখের তারারা, নিভে না
হঠাৎ উড়ে এসে
জ্বালিয়ে দাও দ্বিধা
চোখে চোখ ছুঁয়িয়ে

[chorus]
শোনো এই ছোঁয়া ধ্বনি
শোনো অনুভবে
দেখো এই মায়া ছবি
দেখো অনুভবে

[instrumental break]

[verse 2]
ঘোলাটে এ চাঁদ
নাকি হ্যালোজেনের মায়া?
কেটে যায় আবার
কুয়াশার এ চাদর
এই বাক্সে আঁটা মন
ডানা মেলছে আবার
উড়ে যায় কোথাও
কোনো এক অজানায়

[instrumental break]
[chorus]
শোনো এই ছোঁয়া ধ্বনি
শোনো অনুভবে
দেখো এই মায়া ছবি
দেখো অনুভবে

[guitar solo]

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...