
oni hasan - tomake chara كلمات أغنية
[intro: mizan rahman]
যে আঙ্গুল ধরে হাটতে শিখেছি
যে শাসন আমাকে দিয়েছে মানুষের আসন
আমি ছিলাম চারাগাছ
তোমার আদরে আদরে
বেড়ে হয়েছে বৃক্ষের ডালপালা
ও মা তুমি থাকো আমারই নিশ্বাসে
সকল দীর্ঘশ্বাসে
মা তুমি বিশালতার নীল
আমি পাখি সে আকাশের
[guitar solo]
[verse 1: mizan rahman]
বাবা তুমি আমার শিক্ষা গুরু
তোমার মত হতে চেয়ে আমার জীবন হয়েছে শুরু
খুঁজে ফিরি সেই আঙ্গুল
তোমার back brush করা চুল
কে শুধরে দেবে আমায়
জীবনের প্রতিটি, প্রতিটি ভুল
[chorus: mizan rahman]
তুমি বিশালতার নীল
আমি পাখি সেই আকাশে
তাই আমি শিখে গেছি
কীভাবে বাঁচতে হয় প্রবল ঝড়ে
কেন শেখাওনি আমাকে
তোমাকে ছাড়া টিকবো কী করে?
[verse 2: mizan rahman]
তুমি মোমবাতির আলোর মায়া
পিঠে তাপ নেয়া বৃক্ষের ছায়া
কখনো নিভে গেলে
সে আলো সরে গেলে ছায়া
তাই শিখেছি বাঁচতে হয় কীভাবে প্রবল ঝড়ে
কেন শেখাওনি আমাকে তোমাকে ছাড়া
আমি টিকবো কী করে নিয়ে এই মায়া?
বাঁচবো কী করে যদি সরে যায় সেই ছায়া?
[guitar solo]
[chorus: mizan rahman]
তাই আমি শিখে গেছি
কীভাবে বাঁচতে হয় প্রবল ঝড়ে
কেন শেখাওনি আমাকে
তোমাকে ছাড়া টিকবো কী করে?
তাই আমি শিখে গেছি
কীভাবে বাঁচতে হয় প্রবল ঝড়ে
কেন শেখাওনি আমাকে
তোমাকে ছাড়া টিকবো কী করে?
كلمات أغنية عشوائية
- jenna simons grande - electric كلمات أغنية
- lily papas - in my head كلمات أغنية
- muzikâ-i hümâyûn - marş-ı âli hamidi (hamidiye marşı) كلمات أغنية
- kelsea ballerini - yeah boy (work tape) كلمات أغنية
- fades - massa rossa كلمات أغنية
- vinayvvs - incredible roi كلمات أغنية
- joeblackfn - green goblin كلمات أغنية
- yorran vitório - pecado كلمات أغنية
- biowaverave - una como tu كلمات أغنية
- il fubbe - patanegra كلمات أغنية