
one beyond tomorrow (obt) - shokal كلمات أغنية
আকাশটা আজ রঙিন লাগে
মেঘগুলো হেসে যায়
দুপুর শেষে সন্ধ্যা এসে
তোমার ছবি এঁকে যায়
আকাশটা আজ রঙিন লাগে
মেঘগুলো হেসে যায়
দুপুর শেষে সন্ধ্যা এসে
তোমার ছবি এঁকে যায়
তুমি ভাবছো যে কি তা জানিনা
তবে ভাবছি আমি তোমায়
তোমার আমার সকাল হবে
কবে? কখন? কোথায়?
তুমি ভাবছো যে কি তা জানিনা
তবে ভাবছি আমি তোমায়
তোমার আমার সকাল হবে
কবে? কখন? কোথায়?
তোমার হাতের বাগানবিলাস
পাখির গানে বেজে ওঠে
সুরের টানে ডাকছো কি এ আমায়?
নিশীথ অন্ধকারে একা
যখন দেখি তোমার ছায়া
ভাবি আঁধার শেষে আলো হবে আবার
তোমার হাতের বাগানবিলাস
পাখির গানে বেজে ওঠে
সুরের টানে ডাকছো কি এ আমায়?
নিশীথ অন্ধকারে একা
যখন দেখি তোমার ছায়া
ভাবি আঁধার শেষে আলো হবে আবার
তুমি ভাবছো যে কি তা জানিনা
তবে ভাবছি আমি তোমায়
তোমার আমার সকাল হবে
কবে? কখন? কোথায়?
তুমি ভাবছো যে কি তা জানিনা
তবে ভাবছি আমি তোমায়
তোমার আমার সকাল হবে
কবে? কখন? কোথায়?
كلمات أغنية عشوائية
- fede consiglio - friederich كلمات أغنية
- dafina zeqiri - ti dho krejt كلمات أغنية
- zay flamez - direct كلمات أغنية
- jay wizt - se acabo كلمات أغنية
- ヨルシカ (yorushika) - 月に吠える (howl at the moon) كلمات أغنية
- preyah - immune كلمات أغنية
- 7 princess (7공주) - 해피크리스마스 (happy christmas) كلمات أغنية
- the fleetwoods - i'm not jimmy كلمات أغنية
- sidoka - quem é ela, pt. i كلمات أغنية
- nomadd - astral كلمات أغنية