omer j music - taile kemne ki كلمات الأغنية
এ কেমন আমার দেশ
কেমন আমার জাতি
স্বাধীন রাষ্ট্রে জন্মেও
বুকের ভেতরে আজো
পরাধীনতার আহাকার
দেয় বোবা চিৎকার
আমার মনের আর্তনাথ
আঁধারে ঢাকা সমাজ
ময়লার ইস্তুবে পরে থাকে
আমার দেশের সন্তান
আগামীর ভবিৎষত
হারায় কালো ধোঁয়ায়
নেষার দ্রব্য এনে দেয়
আমার দেশের আমলে
যারা আগামীর নক্ষত্র
চোলে যায় অন্ধ কুয়ায়
কেউ দেয়না এখন আর
হাতে তুলে বই খাতা
সব জাগাতে রাজনৈতীক জোট
হাতে পাপ তুলে দেয়
যারা কটিপ্রতির সৃষ্ঠে
তাদের কোথায় সব চোলে
সন্তান রোডের মেঝেতে
হাই স্পীডে কার চালিয়ে
যদি কাউকে মেরে দেয়
তাদের বিচার আজো কি
কাঠগড়া তরী যায়
সবাই থাকে আসতে
কেউ একজন দেশ বদলাবে
তার পিছে সবাই হেটে
দেশটাকে বদলাবে
যদি বলি আগে বাড়েন
তখন চিৎকার করে বলে
তাইলে কেমনে কি হবে
_________________________________________________________________
কলো মেঘে ঢাকা জগৎ
কালোর ছড়া ছড়ি
উন্নতি কম হয়
চারিদিকে দুর্নীতি
দিনে দিন হইতাসে
দেশটার শুধু অবনতি
দিকে দিকে পথে পথে
সর্বখানে সব জাগাতে
যে যেমনে কইরা পারে
মানুষের ক্ষতি করে
দুঃখ দুর্দশার ছবি
বোলো কয়জন ফুটায় তুলে
আইসি নতুন তালে
কথা হবে rap এর মাধ্যমে
ঢাকা সিটির মানুষ থাকে
এখন পুরাই ফাঁপরে
কখন কি হবে
থাকে all time আতংকে
বোমা হামলায় কখন জানি
গাড়িটা উড়ে যাবে
মৃত দেহ পরে থাকবে
রাস্তায় সাড়িতে সাড়িতে
অতি টাকার লোভে
দুর্বল বিলডিং তৈরি করে
তার নিচে চাপা পরে
কেন হাজার মানুষ মরে
কালো টাকার ওরা উড়ি
অবৈধ অস্ত্রের আমদানি
কথা বার্তা ছাড়াই দেখি
নিউজ এ গুমের কাহিনী
সবাই করে ওস্তাদি
বর্তমানের বাংলাদেশী
_________________________________________________________________
তাইলে কেমনে কি
হাজার বছরের স্মৃতি
দেখি সবই একই দেখি
সৎ থেকে অসৎ পথ
খোজ বাংলার নীতি
লাল সবুজের মাঝে পড়ছে
আমাদের এই দেশটা
সব লুইটা পুইটা খাবার করি
আমরাতো চেষ্টা
মানব স্বত্বাটা দেইখা
আর বিচক্ষণ বিবেকটা
খোঁজার চেষ্টা করে একটা
কবে পাওয়া যাবে
নিজের পার্প আসনটা
আজ মুক্তি যোদ্ধার কাঁধে
কেন
বোলো তো বস্তা
গণ তান্ত্রিক দেশে
জনগণ পায়না কোনো দামটা
ব্রিট্রিশ আমল থেইকা শুরু
এখন তোরি চলতাসে
গরিবের মাথায় রাইখা পা
ধোনিরা উপরে উঠতাসে
এক তরফা শাসন বোলো
কবে শেষ তো হবে
স্বাধীন দেশের নাগরিক
মুক্তির নিঃশ্বাসটা নিবে
যেথায় চোখটাতো পরে
ছিনতাই রাহাজানি দেখে
চাঁদাবাজি বোমাবাজি
গুম হত্যার মাঝে
ফাইসা গেসে বাঙালি
এখন কোথায় পালাবে
এতো শত প্রশ্নের উত্তর
৭১ কি দিবে…?
كلمات أغنية عشوائية
- monkees - long title: do i have to do this all over again كلمات الأغنية
- avant - don't know how كلمات الأغنية
- monkees - special announcement كلمات الأغنية
- gianna nannini - latin lover (1990) كلمات الأغنية
- jess klein - song for an angel كلمات الأغنية
- john denver - today is the first day of the rest of my life (sugacity) كلمات الأغنية
- new birth - i've got dreams to remember كلمات الأغنية
- derek - save u from misery كلمات الأغنية
- avant - that dude كلمات الأغنية
- cassadee pope - stand (the voice performance) كلمات الأغنية