kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

omer j music - ebhabei kete jay كلمات أغنية

Loading...

ভালোবাসি বললে যদি হয়ে যায় ক্ষতি
তুমি হিনা স্তব্ধ আমার জীবনের গতি
আছি আমি নিয়ে তোমার হারানো স্মৃতি
দূর থেকে ভালোবাসো এ কেমন নীতি

ভালোবাসি বললে যদি হয়ে যায় ক্ষতি
তুমি হিনা স্তব্ধ আমার জীবনের গতি
আছি আমি নিয়ে তোমার হারানো স্মৃতি
দূর থেকে ভালোবাসো এ কেমন নীতি

এখনো কি বসে তুমি আমার অপেক্ষায়
তোমারো কি দিনগুলি এভাবেই কেটে যায়।।

ভেজা দুটি চোখের পাতা খুঁজে ফেরে সারাক্ষণ
নেই তুমি সাথে আমার লাগে যেন কেমন?
আছো তুমি অনেক দূরে, ফিরবে কখন?
ভালোবেসে আমায় জানি করবে আপন।

এখনো কি বসে তুমি আমার অপেক্ষায়
তোমারো কি দিনগুলি এভাবেই কেটে যায়।।

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...