
oirabot - harano biggopti كلمات أغنية
Loading...
জেনেছো কি তোমরা আমি রোজ রাতে কই
হারিয়ে যাই অনেক দূর?
ভেবেছো কি তোমরা আমি নেশাতে বিভোর?
যা ভেবেছো ভুল, সবই ভুল
বলেছো কত কথা বিশ্রী অযথা
আমি করিনি অভিমান
পকেটে তার ছবি রাখেনি এই কবি
তাই সে হারিয়ে বিলান
একটি সুর হারিয়েছে, এইতো সেই দিন মাঝরাতে
খুঁজে পেলে কি কেউ সেই মূর্ছনা?
শোনো সুহৃদয় সুজন, আছে বিশেষ আকর্ষণ
খুঁজে দিলে পাবে আমার এই মনখানা
শোনো হে বন্ধু আমার শেষ অভিযোগ
হাঁটছি আমি এই পথেই রোজ
ভুলে যাও গো বন্ধু তোমার যত অভিমান
দাঁতভাঙা সব যুক্তি_প্রমাণ
কোনো সকাল বেলা একাকী একলা
আমি যদি বা চলে যাই
দুঃখ নেই তাতে নিজেকে হারাতে
তবু সে সুর আমার চাই
আমি ফিরে যাবো তাই পুরোনো সে ঠিকানায়
যেখানে রোদে_মেঘে কত রটনা
আমায় দাও আর কিছুক্ষণ, আমি পাল্টে নেবো মন
ধরো আমার এ হাত দুটো, ছেড়ো না
كلمات أغنية عشوائية
- black birdie - suga suga (open verse) كلمات أغنية
- jinho - over كلمات أغنية
- en derin - sokakların ritmi كلمات أغنية
- juha vainio - mä en muista mitään كلمات أغنية
- a-natural - tsunami كلمات أغنية
- blankinova (블랭키노바) - rockstar! كلمات أغنية
- charlie policy - beautiful machine كلمات أغنية
- sbassbear - difficult game about climbing كلمات أغنية
- cyrus brxxks - slap كلمات أغنية
- par4b0la - piped up كلمات أغنية