oirabot - harano biggopti كلمات الأغنية
Loading...
জেনেছো কি তোমরা আমি রোজ রাতে কই
হারিয়ে যাই অনেক দূর?
ভেবেছো কি তোমরা আমি নেশাতে বিভোর?
যা ভেবেছো ভুল, সবই ভুল
বলেছো কত কথা বিশ্রী অযথা
আমি করিনি অভিমান
পকেটে তার ছবি রাখেনি এই কবি
তাই সে হারিয়ে বিলান
একটি সুর হারিয়েছে, এইতো সেই দিন মাঝরাতে
খুঁজে পেলে কি কেউ সেই মূর্ছনা?
শোনো সুহৃদয় সুজন, আছে বিশেষ আকর্ষণ
খুঁজে দিলে পাবে আমার এই মনখানা
শোনো হে বন্ধু আমার শেষ অভিযোগ
হাঁটছি আমি এই পথেই রোজ
ভুলে যাও গো বন্ধু তোমার যত অভিমান
দাঁতভাঙা সব যুক্তি_প্রমাণ
কোনো সকাল বেলা একাকী একলা
আমি যদি বা চলে যাই
দুঃখ নেই তাতে নিজেকে হারাতে
তবু সে সুর আমার চাই
আমি ফিরে যাবো তাই পুরোনো সে ঠিকানায়
যেখানে রোদে_মেঘে কত রটনা
আমায় দাও আর কিছুক্ষণ, আমি পাল্টে নেবো মন
ধরো আমার এ হাত দুটো, ছেড়ো না
كلمات أغنية عشوائية
- lor2mg - gasoline كلمات الأغنية
- iayze, arthur cr4zy wesley - 556 (green tip) remix كلمات الأغنية
- lil paua & whiteness - vita (piano by giorgio aramini) كلمات الأغنية
- restraining order - misled كلمات الأغنية
- 許冠傑 (sam hui) - 天才白痴錢錢錢 (no money no talk) كلمات الأغنية
- doe boy - pick a side كلمات الأغنية
- quartetto cetra - andiamo dove va il vento كلمات الأغنية
- mzuki - pillow talk كلمات الأغنية
- jul - faut s'enfuir كلمات الأغنية
- chico romano - who said كلمات الأغنية