kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

odd signature - jogot moncho كلمات أغنية

Loading...

[verse 1]
আবেগ, ফুটে ওঠে যবে দেখি তার সেই ঘর
বেড়াজালের মাঝে
মাঝে শুয়ে সে কাটাচ্ছে প্রহর
আবেগ, ফুটে ওঠে যবে দেখি তার সেই ঘর
বেড়াজালের মাঝে
মাঝে শুয়ে সে কাটাচ্ছে প্রহর

[pre chorus]
কেন জানি কাঁদছি না তবু চোখ বেয়ে পড়ে পানি
আমি জানি, চোখ দু’টো আজ হচ্ছে অভিমানি

[chorus]
এই জগৎ এক মঞ্চ, যেথা আমরা প্রতিনিয়ত করি নাটক
তার মাঝে বেঁচে থাকা
ঈশ্বর হয় নাটকের সঞ্চালক
এই জগৎ এক মঞ্চ, যেথা আমরা প্রতিনিয়ত করি নাটক
তার মাঝে বেঁচে থাকা
ঈশ্বর হয় নাটকের সঞ্চালক

[instrumental]

[verse 2]
নিঃস্তব্ধ, নেই শব্দ, ঝিঁঝিঁপোকারা গায়
সব কালো, সেথা নেই আলো তার ছোট্ট ঘরখানায়
নিঃস্তব্ধ, নেই শব্দ, ঝিঁঝিঁপোকারা গায়
সব কালো, সেথা নেই আলো তার ছোট্ট ঘরখানায়
[pre chorus]
কেন জানি কাঁদছি না তবু চোখ বেয়ে পড়ে পানি
আমি জানি, চোখ দু’টো আজ হচ্ছে অভিমানি

[chorus]
এই জগৎ এক মঞ্চ, যেথা আমরা প্রতিনিয়ত করি নাটক
তার মাঝে বেঁচে থাকা
ঈশ্বর হয় নাটকের সঞ্চালক
এই জগৎ এক মঞ্চ, যেথা আমরা প্রতিনিয়ত করি নাটক
তার মাঝে বেঁচে থাকা
ঈশ্বর হয় নাটকের সঞ্চালক

[instrumental]

[chorus]
এই জগৎ এক মঞ্চ, যেথা আমরা প্রতিনিয়ত করি নাটক
তার মাঝে বেঁচে থাকা
ঈশ্বর হয় নাটকের সঞ্চালক
এই জগৎ এক মঞ্চ, যেথা আমরা প্রতিনিয়ত করি নাটক
তার মাঝে বেঁচে থাকা
ঈশ্বর হয় নাটকের সঞ্চালক
এই জগৎ এক মঞ্চ, যেথা আমরা প্রতিনিয়ত করি নাটক

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...