obscure - ochinpure كلمات الأغنية
Loading...
বৃষ্টি পরে মনের ভিতর
একফালি চাঁদ মেঘে ঢাকা
বৃষ্টি পরে চাঁদটা ছুঁয়ে
মেঘের ফাকে আকবাকা
বৃষ্টি ঝরে তোমার সুখে
ঝরে পরে আমার বুকে
সুখ বয়ে জায় কোন সুদূরে
বৃষ্টি ঝরে অচিনপুরে…
আকাশ ডাকা মেঘের সুরে
তোমায় পেতে ইচ্ছে করে
অচিনপুরে আজকে যাব
বৃষ্টিকণায় তোমায় পাব
বৃষ্টি ঝরে তোমার সুখে
ঝরে পরে আমার বুকে
সুখ বয়ে জায় কোন সুদূরে
বৃষ্টি ঝরে অচিনপুরে…
বৃষ্টি মাঘে ভিজে ভিজে
সেই যে এলে একাই নিজে
একফালি চাঁদ মেঘের ফাকে
ভাবছে এমন প্রেম ও থাকে
বৃষ্টি ঝরে তোমার সুখে
ঝরে পরে আমার বুকে
সুখ বয়ে জায় কোন সুদূরে
বৃষ্টি ঝরে অচিনপুরে…
বৃষ্টি পরে মনের ভিতর
একফালি চাঁদ মেঘে ঢাকা
বৃষ্টি পরে চাঁদটা ছুঁয়ে
মেঘের ফাকে আকবাকা
বৃষ্টি ঝরে তোমার সুখে
ঝরে পরে আমার বুকে
সুখ বয়ে জায় কোন সুদূরে
বৃষ্টি ঝরে অচিনপুরে…
كلمات أغنية عشوائية
- unluckyeight x lokaas - vzpomínky jako střepy كلمات الأغنية
- heavenonearth - rings كلمات الأغنية
- nemecsek - öld meg a kígyót كلمات الأغنية
- nomatic - levels كلمات الأغنية
- jaix$ - разбитый كلمات الأغنية
- mxrtal, hrxstal & pakkitka - heartless كلمات الأغنية
- turnabout - grimace كلمات الأغنية
- saturn - 01.27.20 كلمات الأغنية
- sin boy - omama كلمات الأغنية
- vouchmolotovgirl - о.л.и.м.п (o.l.y.m.p.u.s) كلمات الأغنية