
obscure - ochinpure كلمات أغنية
Loading...
বৃষ্টি পরে মনের ভিতর
একফালি চাঁদ মেঘে ঢাকা
বৃষ্টি পরে চাঁদটা ছুঁয়ে
মেঘের ফাকে আকবাকা
বৃষ্টি ঝরে তোমার সুখে
ঝরে পরে আমার বুকে
সুখ বয়ে জায় কোন সুদূরে
বৃষ্টি ঝরে অচিনপুরে…
আকাশ ডাকা মেঘের সুরে
তোমায় পেতে ইচ্ছে করে
অচিনপুরে আজকে যাব
বৃষ্টিকণায় তোমায় পাব
বৃষ্টি ঝরে তোমার সুখে
ঝরে পরে আমার বুকে
সুখ বয়ে জায় কোন সুদূরে
বৃষ্টি ঝরে অচিনপুরে…
বৃষ্টি মাঘে ভিজে ভিজে
সেই যে এলে একাই নিজে
একফালি চাঁদ মেঘের ফাকে
ভাবছে এমন প্রেম ও থাকে
বৃষ্টি ঝরে তোমার সুখে
ঝরে পরে আমার বুকে
সুখ বয়ে জায় কোন সুদূরে
বৃষ্টি ঝরে অচিনপুরে…
বৃষ্টি পরে মনের ভিতর
একফালি চাঁদ মেঘে ঢাকা
বৃষ্টি পরে চাঁদটা ছুঁয়ে
মেঘের ফাকে আকবাকা
বৃষ্টি ঝরে তোমার সুখে
ঝরে পরে আমার বুকে
সুখ বয়ে জায় কোন সুদূরে
বৃষ্টি ঝরে অচিনপুরে…
كلمات أغنية عشوائية
- stella - hipaisun päässä كلمات أغنية
- dexter fizz - rigatoni (cram remix) كلمات أغنية
- alex auld - sorry كلمات أغنية
- youv dee - combien (freestyle oklm) كلمات أغنية
- chris webby - rapfix 2013 year-end cypher كلمات أغنية
- cascada - christmas song كلمات أغنية
- pambo - jc كلمات أغنية
- xuxa - popurrí: el sapo no se lava el pie / oruga / conejito كلمات أغنية
- james arthur - the summer كلمات أغنية
- blues saraceno - i'm broken كلمات أغنية