
obscure - desh char razakar كلمات أغنية
ছড়িয়ে যা বিষ যতোটা পারিস
যা ছড়িয়ে হাহাকার
আমরা তবু বলেই যাবো-
দেশ ছাড় রাজাকার
তোদের বিচার নাট্যশালায় ছুরি বোমা কাঁপে পাড়া
ইজ্জত নেওয়া হাতে লেগে আছে ভাইয়ের রক্তধারা
নিখোঁজ শহীদ কবর পায় নি তোরাও না পাস চাই
পুড়িয়ে তোদের ফেললে ভাবছি কোথায় ফেলবো ছাই
কিভাবে নরম হবে জ্বালাপোড়া উপশম ফোস্কার
আমরা এখনো চেঁচিয়ে বলবো-
দেশ ছাড় রাজাকার
কত জননীর কোল খালি আজো
স্বামীও ফেরে নি ঘরে
বুড়িগঙ্গায় লাশ ভেসে যায় দেখেছি একাত্তরে
আলতাফ গান গায় নি তো আর
খায় নি তো ভাত আজাদ
খোদার কাছে অনেক করেছি নিয়মিত মোনাজাত
নিখোঁজ শহীদ কবর পায় নি তোরাও না পাস চাই
পুড়িয়ে তোদের ফেললে ভাবছি কোথায় ফেলবো ছাই
কিভাবে নরম হবে জ্বালাপোড়া উপশম ফোস্কার
আমরা এখনো চেঁচিয়ে বলবো-
দেশ ছাড় রাজাকার
ধর্মের নামে উল্লাসধ্বনি
খোদার আরশও কাঁপে
দেশে আজো তাই হানাহানি জারি রয়েছে তোদের পাপে
তিরিশ লক্ষ শহীদের স্মৃতি ভোলে নি বাংলাদেশ
রক্তবীজেরা ঝাড়ে বংশে একদিন হবে শেষ
নিখোঁজ শহীদ কবর পায় নি তোরাও না পাস চাই
পুড়িয়ে তোদের ফেললে ভাবছি কোথায় ফেলবো ছাই
কিভাবে নরম হবে জ্বালাপোড়া উপশম ফোস্কার
আমরা এখনো চেঁচিয়ে বলবো-
দেশ ছাড় রাজাকার
كلمات أغنية عشوائية
- ylawi - проблемы (problems) كلمات أغنية
- son classic - vida de luxo كلمات أغنية
- lil dommy - addicted كلمات أغنية
- wilke$ (r&b) - bad timing كلمات أغنية
- ember_ae - кент كلمات أغنية
- sawyer ford - og كلمات أغنية
- jamaike - tu no entiendes كلمات أغنية
- johannes oerding - bis der himmel uns bestellt كلمات أغنية
- ella nor - pra quê complicar كلمات أغنية
- amoktobvh - for gazy كلمات أغنية