
obscure - ami thaki koi كلمات أغنية
Loading...
এক চোখেতে বৃষ্টি মাখি এক চোখে রোদ
এক হৃদয়ে শূন্য নদীর এক পাশে স্রোত
এক আমিতে একা আমি, তবু একা নই…
বুকের ভিতর তুমি থাকো, আমি থাকি কই…
এক আকাশের অনেক নীলে, তুমি সাদা মেঘ…
সেই মেঘেতেই স্বপ্ন বুনি জড়িয়ে আবেগ…
এক আকাশের অনেক নীলে, তুমি সাদা মেঘ…
সেই মেঘেতেই স্বপ্ন বুনি জড়িয়ে আবেগ…
স্বপ্ন জারি হয়ে যখন একা পরে রই…
বুকের ভিতর তুমি থাকো, আমি থাকি কই…
চাঁদটা সাঁজে যেমন করে আকাশেরই টিপ
বিরান পথে তুমি যে আমার আশারই প্রদিপ…
চাঁদটা সাঁজে যেমন করে আকাশেরই টিপ
বিরান পথে তুমি যে আমার আশারই প্রদিপ…
তোমার সুরে যখন গানের পাখি হয়ে রই…
বুকের ভিতর তুমি থাকো, আমি থাকি কই…
এক চোখেতে বৃষ্টি মাখি এক চোখে রোদ
এক হৃদয়ে শূন্য নদীর এক পাশে স্রোত
এক আমিতে একা আমি, তবু একা নই…
বুকের ভিতর তুমি থাকো, আমি থাকি কই…
كلمات أغنية عشوائية
- marco castrichino - semplicemente tu كلمات أغنية
- method cell - scissors كلمات أغنية
- reny rain - fantasmas كلمات أغنية
- vlazhnost - колледжная (colledznaya) كلمات أغنية
- kevvbmm - merry christmas كلمات أغنية
- a5h - december ape كلمات أغنية
- faredhwk - g-nial كلمات أغنية
- leom monroy - dime كلمات أغنية
- tab hunter - i've got a new heartache كلمات أغنية
- totò pa - viri cà كلمات أغنية