
obscure (band) - onekdiner tumi كلمات أغنية
সে যে আমার অনেক জানাশোনা
চিরচেনা চেনা স্বপ্ন দিয়ে বোনা
অনেক ভালোবাসি
সাগর তলে যেন মুক্তো রাশি রাশি
কথায় গাঁথা মালায় মাতাল করা হাসি
তাই তো কাছে আসি
সাগরেরই জলটা ছুঁয়ে তোমায় ডেকে নেবো
গভীর ভালোবাসার এই হাতটা বাড়িয়ে দেবো
সে যে আমার অনেক জানাশোনা
চিরচেনা চেনা স্বপ্ন দিয়ে বোনা
সে যে নতুন দিনের সৃষ্টির আহ্বান
হৃদয় মাঝে সুর মেলানো নতুন কোনো গান
আগমনী আশীর্বাদের নতুন কোনো ভোর
তার স্পর্শেই কেটে যে যায় কুয়াশার প্রহর
প্রভাতেরই আলোর মাঝে তোমায় খুঁজে নেবো
গভীর ভালোবাসার এই হাতটা বাড়িয়ে দেবো
সে যে জোছনা রাতের অবাক করা চাঁদ
দুরন্ত বুকের মাঝে দুরু দুরু আহ্লাদ
দূর নীলিমায় মিটিমিটি নক্ষত্র আলো
আলতো আলোছায়া তারে বেসেছে ভালো
আকাশ পানে হাত বাড়িয়ে তোমায় ডেকে নেবো
গভীর ভালোবাসার এই হাত বাড়িয়ে দেবো
সে যে আমার অনেক জানাশোনা
চিরচেনা চেনা স্বপ্ন দিয়ে বোনা
অনেক ভালোবাসি
সাগর তলে যেন মুক্তো রাশি রাশি
কথায় গাঁথা মালায় মাতাল করা হাসি
তাই তো কাছে আসি
সাগরেরই জলটা ছুঁয়ে তোমায় ডেকে নেবো
গভীর ভালোবাসার এই হাতটা বাড়িয়ে দেবো
প্রভাতেরই আলোর মাঝে তোমায় খুঁজে নেবো
গভীর ভালোবাসার এই হাতটা বাড়িয়ে দেবো
كلمات أغنية عشوائية
- rozz dyliams - do you owe me my props كلمات أغنية
- rozz dyliams - woss castle كلمات أغنية
- lixomania - quero ser livre كلمات أغنية
- rozz dyliams - the number 18 looks like you كلمات أغنية
- the do - stay (just a little bit more) كلمات أغنية
- mayra - monster كلمات أغنية
- arena louvor - eu quero um novo começo كلمات أغنية
- the sundays - life goes on كلمات أغنية
- hinos de cidades - hino de trairi كلمات أغنية
- miss saigon - eu vi seu rosto كلمات أغنية