obscure (band) - majhrate chad jodi كلمات الأغنية
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি
আকাশের বুক চিরে যদি ঝরে জল
বুঝে নেবো আভিমানে তুমি কেঁদেছো
আকাশের বুক চিরে যদি ঝরে জল
বুঝে নেবো আভিমানে তুমি কেঁদেছো
সরোবরে যদি ফোটে রক্তকমল
অনুভবে বুঝে নেবো মান ভেঙেছো
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি
রুপালি বিজলি যদি নীরব থাকে
কেঁদো না, ভেবো শুধু আমি তো আছি
রুপালি বিজলি যদি নীরব থাকে
কেঁদো না, ভেবো শুধু আমি তো আছি
স্বপ্নলোকেতে যদি ময়ূরী ডাকে
বুঝে নিও আমি আছি কাছাকাছি
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি
كلمات أغنية عشوائية
- lmoutchou (mobydick) - outro - spewchss كلمات الأغنية
- yzomandias - flip كلمات الأغنية
- d.i.t.c. - where you at? كلمات الأغنية
- morgan wallen - the way i talk كلمات الأغنية
- john conlee - a lot of things different كلمات الأغنية
- notyzze - bekifftes lied كلمات الأغنية
- tecatum - darkness within me كلمات الأغنية
- coru - vs. tamo-flage — [achtelfinale vbt splash!-edition 2012] كلمات الأغنية
- bars and melody - battle scars كلمات الأغنية
- big wayde - no you didn't كلمات الأغنية