kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

obscure (band) - majhrate chad jodi كلمات الأغنية

Loading...

মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি

মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি

আকাশের বুক চিরে যদি ঝরে জল
বুঝে নেবো আভিমানে তুমি কেঁদেছো
আকাশের বুক চিরে যদি ঝরে জল
বুঝে নেবো আভিমানে তুমি কেঁদেছো
সরোবরে যদি ফোটে রক্তকমল
অনুভবে বুঝে নেবো মান ভেঙেছো

মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি

রুপালি বিজলি যদি নীরব থাকে
কেঁদো না, ভেবো শুধু আমি তো আছি
রুপালি বিজলি যদি নীরব থাকে
কেঁদো না, ভেবো শুধু আমি তো আছি
স্বপ্নলোকেতে যদি ময়ূরী ডাকে
বুঝে নিও আমি আছি কাছাকাছি

মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি

মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...