
obscure (band) - azad كلمات أغنية
পারছি না আর সইতে মাগো আমি এ যন্ত্রণা
মন চাইছে ঠিক বলে দেই মুক্তির আস্তানা
আঙ্গুলগুলো অবশ ভীষণ, একটিও নেই নখ
হয়তো আজই টর্চার সেলে তুলেই নেবে চোখ
স্বাধীন হলো বাংলা, তবু মায়ের চোখে জল
কোথায় আমার আজাদ, তোরা কেউ তো এসে বল
জ্বলছে আগুন বুকে, নিয়ে স্বাধীনতার স্বাদ
ফিরেছিস যারা বীরের বেশে, তোরাই তো আজাদ
পারছি না আর সইতে মাগো, বিষ কি কোথাও নাই?
মুক্তির খোঁজ কী করে যে দেই, ওরাও আমার ভাই
তোমার মাখানো ভাতের সে স্বাদ এখন ভুলিনি, মাগো
ভাতের থালা সামনে নিয়ে এখনো কি রাত জাগো?
এই ছিলো মোর যাদুধনের মুখের শেষ বুলি
খুঁজে পাইনি আজও তারে, কোথায় দিয়েছে বলি!
পেরিয়ে গিয়েছি কত অশ্রুতে গাঁথা রাত
আমি সেই মা আজও বেঁচে আছি, হারিয়ে গেছে আজাদ
স্বাধীন হলো বাংলা, তবু মায়ের চোখে জল
কোথায় আমার আজাদ, তোরা কেউ তো এসে বল
জ্বলছে আগুন বুকে, নিয়ে স্বাধীনতার স্বাদ
ফিরেছিস যারা বীরের বেশে, তোরাই তো আজাদ
ঘুমহারা চোখে কত না রাত কাটিয়েছি তোর শোকে
লাল সবুজের সাজানো দেশ তবুও এঁকেছি বুকে
কত আজাদের ঋণে গর্বিত এই মাটি
তাঁদেরই রক্তে স্বাধীন স্বদেশে মাথা উঁচু করে হাঁটি
স্বাধীন হলো বাংলা, তবু মায়ের চোখে জল
কোথায় আমার আজাদ, তোরা কেউ তো এসে বল
জ্বলছে আগুন বুকে, নিয়ে স্বাধীনতার স্বাদ
ফিরেছিস যারা বীরের বেশে, তোরাই তো আজাদ
পারতেই হবে সইতে মাগো, যত দিক যন্ত্রণা
কিছুতেই আমি জানতে দেবো না মুক্তির আস্তানা
আঙ্গুলগুলো অবশ ভীষণ, একটিও নেই নখ
হয়তো আজই টর্চার সেলে তুলেই নেবে চোখ
স্বাধীন হলো বাংলা, তবু মায়ের চোখে জল
কোথায় হারালো আজাদ, তোরা কেউ তো এসে বল
জ্বলছে আগুন বুকে, নিয়ে স্বাধীনতার স্বাদ
ফিরেছিস যারা বীরের বেশে, তোরাই তো আজাদ
স্বাধীন হলো বাংলা, তবু মায়ের চোখে জল
কোথায় হারালো আজাদ, তোরা কেউ তো এসে বল
জ্বলছে আগুন বুকে, নিয়ে স্বাধীনতার স্বাদ
ফিরেছিস যারা বীরের বেশে, তোরাই তো আজাদ
كلمات أغنية عشوائية
- jared gelman - check your files كلمات أغنية
- julia neigel - königinnen wie wir كلمات أغنية
- teddy grey - i miss the 2010s كلمات أغنية
- kawe - brilho كلمات أغنية
- skyler skjelset - sevens كلمات أغنية
- ece mumay - vurulmuşam كلمات أغنية
- alanis sophia - back where we belong كلمات أغنية
- tiny jag - dead wrong كلمات أغنية
- andy summers & fernanda takai - pra não esquecer (i remember) كلمات أغنية
- escape from the zoo - frank sinatra كلمات أغنية