
oboseh - odhora كلمات أغنية
Loading...
অধরা, মৌন শূন্যতায় হারিয়ে
অধরা, পাব কি এই শহরে
আমি জানি কি অধরা সে
কোথায় নিলীন।
আমি তারে ছুঁয়ে দেখি না সে
অবেলায় বিলীন।
অধরা, সে অচিন অধরা
অধরা, সে অচিন অধরা
পাতা ঝরার দিন গুলি গুণতে থাক
শঙ্খ চিলেরা বিস্ময়ে হতবাক
সেকি জানতেও পারবেনা
কালবৈশাখী ঝড়ো হাওয়ায়
কোনো একদিন অবসাদের
ব্যালকনির আবছা রোদে
আমাদের রূপকথার প্রনয়ে।
অধরা, সে অচিন অধরা
অধরা, সে অচিন অধরা
সাদা সাদা মেঘগুলি নাগাল পায় না ভীরে
বিস্তীর্ণ নীলিমায়।
জানি সব শুভ্র মিথ্যেরা আকাশ
কাঁচ ভাঙ্গা জানালায়।
সাদা সাদা মেঘগুলি নাগাল পায় না ভীরে
বিস্তীর্ণ নীলিমায়।
জানি সব শুভ্র মিথ্যেরা আকাশ
কাঁচ ভাঙ্গা জানালায়।
হবে কি কোনো অপরাহ্নে
বিভ্রান্তির সংকলন।
অধরা, সেই অচিন অধরা
অধরা, সেই অচিন অধরা
অধরা, মৌন শূন্যতায় হারিয়ে
অধরা, পাব কি এই শহরে।
كلمات أغنية عشوائية
- harawa - say my name كلمات أغنية
- lokella - moon eyes كلمات أغنية
- nuefrench - parami verin كلمات أغنية
- loudon wainwright iii - lullaby (live) كلمات أغنية
- skeli - nothin كلمات أغنية
- my morning jacket - dondante (live) كلمات أغنية
- kwesta - shooting star كلمات أغنية
- the red flannels - panic attacks كلمات أغنية
- blis. - take me home كلمات أغنية
- charles hamilton - arcade sparks كلمات أغنية