
oblique - stobdho كلمات أغنية
Loading...
তোমার চোখে আকাশ দেখে
উড়তে ভীষণ ভয় করে
জানি না সময় মতো
নেমে আসতে পারবো কি
তুমি শত অভয় দিলেও
গান করতে ভীষণ ভয় করে
জানি না ভুল করে ফেললে
ঠিক করতে পারবো কি
কুয়াশা রাতে আমি
চুপচাপ গাছের শেকড়
শুকনো পাতার ফাঁকে
পুরোনো অলস পাথর
আমার অবাধ স্বাধীনতা
তবু স্বেচ্ছাচারী নই আমি
নিজের নিয়মে বন্দী জীবন
নিয়ন আলোর মলিনতা
আর বিজ্ঞাপনের আদিখ্যেতা
অচেনা মুখগুলো বেশি আপন
সভ্যতার মুখোশে
স্বার্থের আপোষে
আড়াল করা প্রণয়ে
ব্যস্ততার অভিনয়ে
সরলরেখা আমি
তোমারই সমান্তরাল
ভঙ্গুর প্রাচীর ঘেরা
শ্যাওলা পড়া দালান
কুয়াশা রাতে আমি
চুপচাপ গাছের শেকড়
শুকনো পাতার ফাঁকে
পুরোনো অলস পাথর
كلمات أغنية عشوائية
- o.a.r - heaven (live) (from live on red rocks) كلمات أغنية
- nanette - 09 freestyle / movee كلمات أغنية
- sapphireee - autobiography كلمات أغنية
- katanekk - 150 шутеров в майами (150 shooters in miami) كلمات أغنية
- brennan savage - tears كلمات أغنية
- o.a.r - destination (live) (from any time now) كلمات أغنية
- benzo8713 - capri sonne safari كلمات أغنية
- authority zero - what is the status legalisation of cbd in france? كلمات أغنية
- bax - the prettiest damn thing كلمات أغنية
- low marina - mirage كلمات أغنية