oblique - stobdho كلمات الأغنية
Loading...
তোমার চোখে আকাশ দেখে
উড়তে ভীষণ ভয় করে
জানি না সময় মতো
নেমে আসতে পারবো কি
তুমি শত অভয় দিলেও
গান করতে ভীষণ ভয় করে
জানি না ভুল করে ফেললে
ঠিক করতে পারবো কি
কুয়াশা রাতে আমি
চুপচাপ গাছের শেকড়
শুকনো পাতার ফাঁকে
পুরোনো অলস পাথর
আমার অবাধ স্বাধীনতা
তবু স্বেচ্ছাচারী নই আমি
নিজের নিয়মে বন্দী জীবন
নিয়ন আলোর মলিনতা
আর বিজ্ঞাপনের আদিখ্যেতা
অচেনা মুখগুলো বেশি আপন
সভ্যতার মুখোশে
স্বার্থের আপোষে
আড়াল করা প্রণয়ে
ব্যস্ততার অভিনয়ে
সরলরেখা আমি
তোমারই সমান্তরাল
ভঙ্গুর প্রাচীর ঘেরা
শ্যাওলা পড়া দালান
কুয়াশা রাতে আমি
চুপচাপ গাছের শেকড়
শুকনো পাতার ফাঁকে
পুরোনো অলস পাথর
كلمات أغنية عشوائية
- infant annihilator - an exhalation of disease كلمات الأغنية
- lp - forever for now كلمات الأغنية
- pat benatar - every time i fall back (remix) كلمات الأغنية
- kontra k - disziplin كلمات الأغنية
- slame - плевать كلمات الأغنية
- lowpass - mirror mirror كلمات الأغنية
- kirsten arian - tipsy كلمات الأغنية
- peggy zina - να μ' αγαπάς (na m' agapas) كلمات الأغنية
- r. kelly - i can't sleep baby (remix) كلمات الأغنية
- julio & smilin - μερικές φορές (some times) كلمات الأغنية